বাবা মহেশের সঙ্গে ঠোঁটঠাসা চুমু, বিয়ের ইচ্ছে প্রকাশ পূজার, তারপর…

Mar 18, 2024 | 1:50 PM

Bollywood Controversy: এরপর থেকেই দুই তরফের সমীকরণ মোটেও ভাল ছিল না, যা প্রতিটা মুহূর্তে অনুভব করতেন আলিয়া ভাট। যদিও পারিবারিক এই কেচ্ছা চাপা থাকেনি খুব বেশি দিন। ঝড়ের গতীতে ভাইরাল হয়ে গিয়েছিল আলিয়া ভাটের পরিবারের এই গোপন কাহিনি।

1 / 8
ভাট পরিবারে কেচ্ছা কিংবা গসিপের অন্ত নেই। যা নিয়ে বারবার খবরের শিরোনামে উঠে আসতে দেখা গিয়েছে মহেশ ভাটকে। তাই ব লে মেয়ের সঙ্গে সম্পর্ক? একবার এই প্রশ্নের মুখোমুখিও হতে হয়েছিল পরিচালককে।

ভাট পরিবারে কেচ্ছা কিংবা গসিপের অন্ত নেই। যা নিয়ে বারবার খবরের শিরোনামে উঠে আসতে দেখা গিয়েছে মহেশ ভাটকে। তাই ব লে মেয়ের সঙ্গে সম্পর্ক? একবার এই প্রশ্নের মুখোমুখিও হতে হয়েছিল পরিচালককে।

2 / 8
মহেশ ভাটের প্রথম পক্ষের মেয়ে পূজার সঙ্গে মহেশ ভাটের সম্পর্ক নিয়ে প্রথম থেকেই জল্পনা তুঙ্গে। একের পর এর মন্তব্য ঘিরে বারে বারে ভাইরাল হয়ে উঠেছিল এই জুটি। শুনতে অবাক লাগলেও জুটিই বটে। বাপ-মেয়ে জুটি।

মহেশ ভাটের প্রথম পক্ষের মেয়ে পূজার সঙ্গে মহেশ ভাটের সম্পর্ক নিয়ে প্রথম থেকেই জল্পনা তুঙ্গে। একের পর এর মন্তব্য ঘিরে বারে বারে ভাইরাল হয়ে উঠেছিল এই জুটি। শুনতে অবাক লাগলেও জুটিই বটে। বাপ-মেয়ে জুটি।

3 / 8
তবে সেই সম্পর্কের জল গড়িয়েছিল বহুদূর। পূজার সঙ্গে মহেশ ভাটের একটি ম্যাগাজিনের কভার পেজের শুট করতে গিয়ে তাঁদের দেখা মেলে ঠোঁটে ঠোঁট রেখে চুম্বনে। এখানেই শেষ নয়।

তবে সেই সম্পর্কের জল গড়িয়েছিল বহুদূর। পূজার সঙ্গে মহেশ ভাটের একটি ম্যাগাজিনের কভার পেজের শুট করতে গিয়ে তাঁদের দেখা মেলে ঠোঁটে ঠোঁট রেখে চুম্বনে। এখানেই শেষ নয়।

4 / 8
পাশাপাশি তিনি আরও জানান, বাবার প্রতি তাঁর ভালবাসা এক প্রেমিকার মতই। এই মন্তব্য ঝড় তোলে নেট দুনিয়ায়। বিতর্ক সৃষ্টি করে মহেশ ভাটের মন্তব্যও। যা আলিয়ার জীবনেও এক সময় প্রভাব ফেলে।

পাশাপাশি তিনি আরও জানান, বাবার প্রতি তাঁর ভালবাসা এক প্রেমিকার মতই। এই মন্তব্য ঝড় তোলে নেট দুনিয়ায়। বিতর্ক সৃষ্টি করে মহেশ ভাটের মন্তব্যও। যা আলিয়ার জীবনেও এক সময় প্রভাব ফেলে।

5 / 8
সাফ জানিয়েছিলেন মহেশ ভাট, পূজা তাঁর মেয়ে না হলে, তিনি পূজাকে বিয়ে করতেন। আর ঠিক সেই কারণেই সোনি রাজধান তাঁর কাছে হয়ে ওঠে সতীন, সৎ মা নয়।

সাফ জানিয়েছিলেন মহেশ ভাট, পূজা তাঁর মেয়ে না হলে, তিনি পূজাকে বিয়ে করতেন। আর ঠিক সেই কারণেই সোনি রাজধান তাঁর কাছে হয়ে ওঠে সতীন, সৎ মা নয়।

6 / 8
এরপর থেকেই দুই তরফের সমীকরণ মোটেও ভাল ছিল না, যা প্রতিটা মুহূর্তে অনুভব করতেন আলিয়া ভাট। যদিও পারিবারিক এই কেচ্ছা চাপা থাকেনি খুব বেশি দিন।

এরপর থেকেই দুই তরফের সমীকরণ মোটেও ভাল ছিল না, যা প্রতিটা মুহূর্তে অনুভব করতেন আলিয়া ভাট। যদিও পারিবারিক এই কেচ্ছা চাপা থাকেনি খুব বেশি দিন।

7 / 8
ঝড়ের গতীতে ভাইরাল হয়ে গিয়েছিল আলিয়া ভাটের পরিবারের এই গোপন কাহিনি। যা ঘিরে বারে বারে প্রশ্নের মুখে পড়তে হলেও বর্তমানে তা খানিক ফিকে হয়ে গিয়েছে। এখন সম্পর্ক বেশ স্বাভাবিক।

ঝড়ের গতীতে ভাইরাল হয়ে গিয়েছিল আলিয়া ভাটের পরিবারের এই গোপন কাহিনি। যা ঘিরে বারে বারে প্রশ্নের মুখে পড়তে হলেও বর্তমানে তা খানিক ফিকে হয়ে গিয়েছে। এখন সম্পর্ক বেশ স্বাভাবিক।

8 / 8
কাউকে আবার বলতে শোনা যায় পূজা ভাট ও মহেশ ভাটের কন্যা আলিয়া ভাট, তাঁদের মধ্যে বয়সের ফারাক নিয়েও অনেকে প্রশ্ন তোলে।

কাউকে আবার বলতে শোনা যায় পূজা ভাট ও মহেশ ভাটের কন্যা আলিয়া ভাট, তাঁদের মধ্যে বয়সের ফারাক নিয়েও অনেকে প্রশ্ন তোলে।

Next Photo Gallery