Prabhas: প্রতি ছবিতে প্রভাসের পারিশ্রমিক নাকি ৮০ থেকে ১২০ কোটি টাকা, কী কী দামি জিনিস রয়েছে তাঁর সংগ্রহে?

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Oct 28, 2021 | 7:02 PM

Prabhas: প্রভাসের সংগ্রহে রয়েছে ৭৩ লক্ষ টাকা মূল্যের বিএমডব্লিউ এক্সথ্রিএম গাড়ি। এছাড়াও দুই কোটি টাকার কিছু বেশি মূল্যের একটি জাগুয়ার রয়েছে অভিনেতার। কিছুদিন আগেই কিনেছেন ছয় কোটি টাকার একটি ল্যাম্বারগিনি।

1 / 7
সদ্য ৪২ বছরে পা দিলেন অভিনেতা প্রভাস। বাহুবলীতে অভিনয়ের পর যাঁর আন্তর্জাতিক খ্যাতি তৈরি হয়েছে। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম হায়েস্ট পেইড অভিনেতা তিনি। লন্ডনে মাদাম তুসোর মিউজিয়ামে তাঁর মোমের মূর্তিও রয়েছে। এ হেন অভিনেতার সংগ্রহে কী কী দামি জিনিস রয়েছে?

সদ্য ৪২ বছরে পা দিলেন অভিনেতা প্রভাস। বাহুবলীতে অভিনয়ের পর যাঁর আন্তর্জাতিক খ্যাতি তৈরি হয়েছে। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম হায়েস্ট পেইড অভিনেতা তিনি। লন্ডনে মাদাম তুসোর মিউজিয়ামে তাঁর মোমের মূর্তিও রয়েছে। এ হেন অভিনেতার সংগ্রহে কী কী দামি জিনিস রয়েছে?

2 / 7
হায়দরাবাদে জুবিলি হিলস এলাকায় প্রভাসের একটি বিলাসবহুল বাংলো রয়েছে। জানা যায়, ওই বাংলোর বাজার মূল্য নাকি ৬০ কোটি টাকা। বাংলোর ভিতরে দেড় কোটি টাকা মূল্যের একটি জিম রয়েছে তাঁর।

হায়দরাবাদে জুবিলি হিলস এলাকায় প্রভাসের একটি বিলাসবহুল বাংলো রয়েছে। জানা যায়, ওই বাংলোর বাজার মূল্য নাকি ৬০ কোটি টাকা। বাংলোর ভিতরে দেড় কোটি টাকা মূল্যের একটি জিম রয়েছে তাঁর।

3 / 7
প্রভাসের সংগ্রহে রয়েছে ৭৩ লক্ষ টাকা মূল্যের বিএমডব্লিউ এক্সথ্রিএম গাড়ি। এছাড়াও দুই কোটি টাকার কিছু বেশি মূল্যের একটি জাগুয়ার রয়েছে অভিনেতার। কিছুদিন আগেই কিনেছেন ছয় কোটি টাকার একটি ল্যাম্বারগিনি।

প্রভাসের সংগ্রহে রয়েছে ৭৩ লক্ষ টাকা মূল্যের বিএমডব্লিউ এক্সথ্রিএম গাড়ি। এছাড়াও দুই কোটি টাকার কিছু বেশি মূল্যের একটি জাগুয়ার রয়েছে অভিনেতার। কিছুদিন আগেই কিনেছেন ছয় কোটি টাকার একটি ল্যাম্বারগিনি।

4 / 7
প্রভাস এক একটি ছবি পিছু নাকি ৮০ থেকে ১২০ কোটি টাকা পারিশ্রমিক নেন। সেই অনুপাতেই তাঁর সংগ্রহে রয়েছে দামি দ্রব্য। দক্ষিণ ভারতীয়দের মধ্যে সোনার গয়নার বহুল প্রচলন। প্রভাসের সংগ্রহে বিভিন্ন দামি ধাতুর গয়না রয়েছে।

প্রভাস এক একটি ছবি পিছু নাকি ৮০ থেকে ১২০ কোটি টাকা পারিশ্রমিক নেন। সেই অনুপাতেই তাঁর সংগ্রহে রয়েছে দামি দ্রব্য। দক্ষিণ ভারতীয়দের মধ্যে সোনার গয়নার বহুল প্রচলন। প্রভাসের সংগ্রহে বিভিন্ন দামি ধাতুর গয়না রয়েছে।

5 / 7
শুধু ভারতে নয়। শোনা যায় ভারতের বাইরে বিদেশেও প্রভাসের একাধিক বাড়ি রয়েছে।

শুধু ভারতে নয়। শোনা যায় ভারতের বাইরে বিদেশেও প্রভাসের একাধিক বাড়ি রয়েছে।

6 / 7
নতুন মডেলের মোবাইল এবং ক্যামেরা প্রভাস পছন্দ করেন। তাঁর সংগ্রহের এই দুটি জিনিসও বেশ মূল্যবান।

নতুন মডেলের মোবাইল এবং ক্যামেরা প্রভাস পছন্দ করেন। তাঁর সংগ্রহের এই দুটি জিনিসও বেশ মূল্যবান।

7 / 7
বিদেশী মডেলের ঘড়ির প্রতি প্রভাসের আগ্রহ রয়েছে। শোনা যায় প্রচুর দামি ঘড়ি রয়েছে তাঁর সংগ্রহে।

বিদেশী মডেলের ঘড়ির প্রতি প্রভাসের আগ্রহ রয়েছে। শোনা যায় প্রচুর দামি ঘড়ি রয়েছে তাঁর সংগ্রহে।

Next Photo Gallery