Bangla News Photo gallery Here see educational qualification of some Indian Cricketers including Sachin Tendulkar and Virat Kohli
Educational qualification of 6 Indian Cricketers: কতদূর পড়াশুনা করেছেন সচিন-বিরাট-ধোনিরা জানেন?
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Jul 19, 2022 | 7:45 AM
ভারতীয় ক্রিকেটাররা শুধু দেশেই বন্দিত হন না, বিদেশেও তাঁদের বহু ভক্তরা রয়েছেন। টিম ইন্ডিয়ার বর্তমান ও প্রাক্তন ক্রিকেটারদের প্রতিভার ব্যাপারে তো সকলেই জানেন। কিন্তু তাঁদের শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে কতজনই বা জানেন? এই প্রতিবেদনে জেনে নিন ভারতকে ৮৩ সালে বিশ্বকাপ জেতানো অধিনায়ক কপিল দেব থেকে শুরু করে সচিন তেন্ডুলকর, বিরাট কোহলিরা কতদূর পড়াশুনা করেছেন।
1 / 7
ভারতীয় ক্রিকেটাররা শুধু দেশেই বন্দিত হন না, বিদেশেও তাঁদের বহু ভক্তরা রয়েছেন। টিম ইন্ডিয়ার বর্তমান ও প্রাক্তন ক্রিকেটারদের প্রতিভার ব্যাপারে তো সকলেই জানেন। কিন্তু তাঁদের শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে কতজনই বা জানেন? এই প্রতিবেদনে জেনে নিন ভারতকে ৮৩ সালে বিশ্বকাপ জেতানো অধিনায়ক কপিল দেব থেকে শুরু করে সচিন তেন্ডুলকর, বিরাট কোহলিরা কতদূর পড়াশুনা করেছেন। (ছবি-টুইটার)
2 / 7
কপিল দেব - ১৯৮৩ সালে ভারতকে প্রথম বিশ্বকাপ জেতানো অধিনায়ক কপিল দেব দ্বাদশ শ্রেণি অবধি পড়াশুনা করেছেন। D.A.V. School-এ পড়াশুনা করেন ৮৩-বিশ্বকাপজয়ী অধিনায়ক। (ছবি-টুইটার)
3 / 7
সচিন তেন্ডুলকর - ভারতের কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকরও পড়াশুনা করেছেন ক্লাস টুয়েলভ অবধি। মাত্র ১৬ বছর বয়সে পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে অভিষেক হয়েছিল লিটল মাস্টারের। সারদাশ্রম বিদ্যামন্দিরে পড়তেন সচিন। (ছবি-টুইটার)
4 / 7
সৌরভ গঙ্গোপাধ্যায় - ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে পড়াশুনা করেছেন। বর্তমানে বিসিসিআইয়ের সভাপতি সৌরভ। তিনি কমার্সে স্নাতক করেছেন। (ছবি-টুইটার)
5 / 7
মহেন্দ্র সিং ধোনি - একটা সময় রেলের টিকিট কালেক্টরের কাজ করতেন মহেন্দ্র সিং ধোনি। সেখান থেকে ভারতের হয়ে খেলার সুযোগ পাওয়া... ভারতকে তিনটি আইসিসি ট্রফি জেতানো প্রাক্তন ভারত অধিনায়ক ধোনি। তিনি সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে কমার্স নিয়ে পড়াশুনা শুরু করেছিলেন। কিন্তু সেই পড়া তিনি শেষ করতে পারেননি। (ছবি-টুইটার)
6 / 7
বিরাট কোহলি - ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিও সচিন তেন্ডুলকরের মতো ক্লাস টুয়েলভ অবধি পড়াশুনা করেছিলেন। ২০০৮ সালে ভারতকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতিয়েছিলেন বিরাট কোহলি। বিশাল ভারতী পাবলিক স্কুলে পড়াশুনা করেছেন ভিকে। (ছবি-টুইটার)
7 / 7
রোহিত শর্মা - কপিল দেব, সচিন তেন্ডুলকর ও বিরাট কোহলির মতো ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মাও ক্লাস টুয়েলভ অবধি পড়াশুনা করেছেন হিটম্যান। (ছবি-টুইটার)