IPL 2022: আইপিএলের ডাগআউটে লখনউ সুপার জায়ান্টসের সুন্দরীরা

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Mar 28, 2022 | 4:32 PM

আইপিএল-১৫ (IPL 2022) শুরু হয়ে গিয়েছে। টুর্নামেন্টের তৃতীয় দিন আজ। ওয়াংখেড়েতে দুই নতুন দলের দ্বৈরথ আজ। সঞ্জীব গোয়েঙ্কার দল লখনউ সুপার জায়ান্টসে রয়েছেন কুইন্টন ডি'কক, ক্রুণাল পান্ডিয়ারা। আর তাই আইপিএলের ডাগআউটে দেখা যাবে সাশা-পঙ্খুরিদের ঝলক। দেখুন লখনউয়ের ক্রিকেটারদের সুন্দরী স্ত্রীদের কিছু ছবি....

1 / 5
কুইন্টন ডি'ককের স্ত্রী সাশা ডি'কক - প্রোটিয়া উইকেটকিপার-ব্যাটার কুইন্টন ডি'ককের স্ত্রী হলেন সুন্দরী সাশা ডি'কক। ২০১২ সালে সাশার সঙ্গে দেখা হয় কুইন্টনের। সাশা তখন একজন চিয়ারলিডার ছিলেন। ২০১৫ সালে তাঁদের এনগেজমেন্ট হয়েছিল। তারপর ২০১৬ সালে কুইন্টন-সাশা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাঁদের একমাত্র কন্যা সন্তানের জন্ম হয়েছে ২০২২ সালের জানুয়ারিতে।

কুইন্টন ডি'ককের স্ত্রী সাশা ডি'কক - প্রোটিয়া উইকেটকিপার-ব্যাটার কুইন্টন ডি'ককের স্ত্রী হলেন সুন্দরী সাশা ডি'কক। ২০১২ সালে সাশার সঙ্গে দেখা হয় কুইন্টনের। সাশা তখন একজন চিয়ারলিডার ছিলেন। ২০১৫ সালে তাঁদের এনগেজমেন্ট হয়েছিল। তারপর ২০১৬ সালে কুইন্টন-সাশা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাঁদের একমাত্র কন্যা সন্তানের জন্ম হয়েছে ২০২২ সালের জানুয়ারিতে।

2 / 5
ক্রুণাল পান্ডিয়ার স্ত্রী পঙ্খুরি পান্ডিয়া - আইপিএল-১৫-র দুই নতুন দলে রয়েছে দুই পান্ডিয়া ভাই। গুজরাত টাইটান্সে হার্দিক আছেন তো লখনউ সুপার জায়ান্টসে রয়েছে ক্রুণাল পান্ডিয়া। তাঁর স্ত্রী পঙ্খুরি পান্ডিয়া। বিয়ের আগে তিনি মডেলিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৭ সালে জে ডব্লিউ ম্যারিয়টে ক্রুণাল ও পঙ্খুরির বিয়ে হয়েছিল।

ক্রুণাল পান্ডিয়ার স্ত্রী পঙ্খুরি পান্ডিয়া - আইপিএল-১৫-র দুই নতুন দলে রয়েছে দুই পান্ডিয়া ভাই। গুজরাত টাইটান্সে হার্দিক আছেন তো লখনউ সুপার জায়ান্টসে রয়েছে ক্রুণাল পান্ডিয়া। তাঁর স্ত্রী পঙ্খুরি পান্ডিয়া। বিয়ের আগে তিনি মডেলিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৭ সালে জে ডব্লিউ ম্যারিয়টে ক্রুণাল ও পঙ্খুরির বিয়ে হয়েছিল।

3 / 5
মার্ক উডের স্ত্রী সারাহ উড - ইংল্যান্ডের তারকা পেসার মার্ক উডের স্ত্রী সারাহ উড। তিনি পেশায় মডেল। এবং ইন্সটাগ্রাম ও ইউটিউবে তিনি বেশ পরিচিত মুখও। ২০১৪ সাল থেকে মার্ক-সারাহ ডেট করার পর ২০১৮ সালে তাঁরা বিয়ে করেন।

মার্ক উডের স্ত্রী সারাহ উড - ইংল্যান্ডের তারকা পেসার মার্ক উডের স্ত্রী সারাহ উড। তিনি পেশায় মডেল। এবং ইন্সটাগ্রাম ও ইউটিউবে তিনি বেশ পরিচিত মুখও। ২০১৪ সাল থেকে মার্ক-সারাহ ডেট করার পর ২০১৮ সালে তাঁরা বিয়ে করেন।

4 / 5
মনীশ পান্ডের স্ত্রী অশ্রিতা শেঠী - লখনউ সুপার জায়ান্টের তারকা ক্রিকেটার মনীশ পান্ডের স্ত্রী হলেন অশ্রিতা শেঠী। তিনি বেশ কয়েকটি তামিল সিনেমায় অভিনয় করেছেন। ২০১৯ সালের ডিসেম্বরে মনীশের সঙ্গে সাতপাঁকে বাঁধা পড়েছেন অশ্রিতা।

মনীশ পান্ডের স্ত্রী অশ্রিতা শেঠী - লখনউ সুপার জায়ান্টের তারকা ক্রিকেটার মনীশ পান্ডের স্ত্রী হলেন অশ্রিতা শেঠী। তিনি বেশ কয়েকটি তামিল সিনেমায় অভিনয় করেছেন। ২০১৯ সালের ডিসেম্বরে মনীশের সঙ্গে সাতপাঁকে বাঁধা পড়েছেন অশ্রিতা।

5 / 5
কৃষ্ণাপ্পা গৌতমের স্ত্রী অর্চনা সুন্দর - লখনউ সুপার জায়ান্টসের প্লেয়ার কৃষ্ণাপ্পা গৌতমের স্ত্রী অর্চনা সুন্দর। ৬ বছর ধরে ডেট করার পর কৃষ্ণাপ্পার সঙ্গে বিয়ে করেন অর্চনা। ২০১৯ সালে তাঁদের বিয়ে গয়েছে। ২০২১ সালে ডিসেম্বরে তাঁদের একমাত্র কন্য নিতারার জন্ম।

কৃষ্ণাপ্পা গৌতমের স্ত্রী অর্চনা সুন্দর - লখনউ সুপার জায়ান্টসের প্লেয়ার কৃষ্ণাপ্পা গৌতমের স্ত্রী অর্চনা সুন্দর। ৬ বছর ধরে ডেট করার পর কৃষ্ণাপ্পার সঙ্গে বিয়ে করেন অর্চনা। ২০১৯ সালে তাঁদের বিয়ে গয়েছে। ২০২১ সালে ডিসেম্বরে তাঁদের একমাত্র কন্য নিতারার জন্ম।

Next Photo Gallery
IPL 2022: নাতাশা থেকে জুলিয়া, আইপিএলে নজর কাড়বেন গুজরাত টাইটান্সের ক্রিকেটারদের সুন্দরী স্ত্রীরা
Diabetes: এই ৫টি উপায়ে বশে থাকবে আপনার রক্তে শর্করার মাত্রা! দাবি জানাচ্ছে হার্ভা‌র্ড‌ মেডিকেল