Bangla News Photo gallery IPL Points Table 2022 Standings ranking Purple Cap list in Bengali after Royal Challengers Bangalore vs Kolkata Knight Riders in Bengali 31th March 2022
IPL 2022 Purple Cap: ছবিতে দেখুন বেগুনি টুপির দৌড়ে এগিয়ে রয়েছেন কারা
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Mar 31, 2022 | 11:00 AM
চলতি মরসুমে এখনও অবধি ৬টি আইপিএলের (IPL) ম্যাচ হয়েছে। বুধবার কেকেআরকে হারিয়ে লিগ টেবলে উঠে এসেছে আরসিবি। তবে পয়েন্ট টেবলের (Points Table) মগডালে রয়েছে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলাকালীন আইপিএলপ্রেমীদের বিশেষ নজর থাকে পয়েন্ট টেবল, অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যপের তালিকায়। আইপিএলের প্রত্যেক মরসুমেই সবথেকে বেশি উইকেটশিকারী বোলার পান পার্পল ক্যাপ (Purple Cap)। ছবিতে দেখে নিন কোন প্লেয়াররা রয়েছেন এই বেগুনি টুপির দৌড়ে...
1 / 5
এখনও পর্যন্ত হওয়া আইপিএলের ৬ টি ম্যাচের নিরিখে বর্তমানে পার্পল ক্যাপের দৌড়ে শীর্ষে রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ভানিন্দু হাসারঙ্গা (Wanindu Hasaranga)। তিনি ২টি ম্যাচে মোট ৫টি উইকেট নিয়েছেন। এবং ৮ ওভার বল করে ৬০ রান খরচ করেছেন। (ছবি-আইপিএল ওয়েবসাইট)
2 / 5
দ্বিতীয় স্থানে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের উমেশ যাদব (Umesh Yadav)। তিনি ২টি ম্যাচে ৪টি উইকেট পেয়েছেন। এবং ৮ ওভার বল করার বিনিময়ে ৩৬ রান দিয়েছেন উমেশ। (ছবি-আইপিএল ওয়েবসাইট)
3 / 5
তিন নম্বরে রয়েছেন আরসিবির আকাশদীপ (Akash Deep)। ২টি ম্যাচে ৬.৫ ওভার বোলিং করে ৪টি উইকেট নিয়েছেন। তবে আকাশদীপ রান দিয়েছেন ৮৩। (ছবি-আইপিএল ওয়েবসাইট)
4 / 5
পার্পল ক্যাপের দৌড়ে চার নম্বরে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের কুলদীপ যাদব (Kuldeep Yadav)। ১টি ম্যাচে তিনি তুলে নিয়েছেন ৩টি উইকেট। ৪ ওভার বল করে দিয়েছেন ১৮ রান। (ছবি-আইপিএল ওয়েবসাইট)
5 / 5
এই তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন চেন্নাই সুপার কিংসের ডোয়েন ব্র্যাভো (Dwayne Bravo)। ১ ম্যাচে তিনিও নিয়েছেন ৩টি উইকেট নিয়েছেন। ৪ ওভারে তিনি দিয়েছেন ২০ রান। (ছবি-আইপিএল ওয়েবসাইট)