Face wash: সকালে এই ফেসওয়াশ দিয়ে মুখ ধুলে মুখ উজ্জ্বল সাদা থাকবে সারাদিন

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

Feb 06, 2024 | 9:52 AM

Homemade facewash: এর পরিবর্তে ফেসওয়াশ বানিয়ে ফেলুন বাড়িতেই। দেখে নিন বাড়িতে কী ভাবে তা বানাবেন। প্রথমে একটি যে কোনও ক্রিম বেস সাবন একটু করে নিন

1 / 8
রাতে নাইটক্রিম মেখে ঘুমনোর পর সকালে উঠে মুখ ভাল করে ধুয়ে নিতেই হয়। নইলে মুখে কালো ছোপ পড়ে। সেই সঙ্গে ফ্রেশনেসও বজায় থাকে

রাতে নাইটক্রিম মেখে ঘুমনোর পর সকালে উঠে মুখ ভাল করে ধুয়ে নিতেই হয়। নইলে মুখে কালো ছোপ পড়ে। সেই সঙ্গে ফ্রেশনেসও বজায় থাকে

2 / 8
তবে রোজ রোজ ফেসওয়াশ দিয়ে মুখ ধোওয়ার দরকার নেই। কারণ এতে ত্বকের ক্ষতি হয়। কারণ ফেসওয়াশের মধ্যে কেমিক্যাল অনেক বেশি পরিমাণে থাকে

তবে রোজ রোজ ফেসওয়াশ দিয়ে মুখ ধোওয়ার দরকার নেই। কারণ এতে ত্বকের ক্ষতি হয়। কারণ ফেসওয়াশের মধ্যে কেমিক্যাল অনেক বেশি পরিমাণে থাকে

3 / 8
রোজ বাইরে বেরনো হলে মুখ পরিষ্কার করতে হবে অন্তত দু-তিন বার। এছাড়াও বাড়িতে থাকলে দু বার ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিতেই হবে। আর তাই কেমিক্যাল দেওয়া ফেসওয়াশ যত কম ব্যবহার করবেন ততই ভাল

রোজ বাইরে বেরনো হলে মুখ পরিষ্কার করতে হবে অন্তত দু-তিন বার। এছাড়াও বাড়িতে থাকলে দু বার ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিতেই হবে। আর তাই কেমিক্যাল দেওয়া ফেসওয়াশ যত কম ব্যবহার করবেন ততই ভাল

4 / 8
এর পরিবর্তে ফেসওয়াশ বানিয়ে ফেলুন বাড়িতেই। দেখে নিন বাড়িতে কী ভাবে তা বানাবেন। প্রথমে একটি যে কোনও ক্রিম বেস সাবন একটু করে নিন

এর পরিবর্তে ফেসওয়াশ বানিয়ে ফেলুন বাড়িতেই। দেখে নিন বাড়িতে কী ভাবে তা বানাবেন। প্রথমে একটি যে কোনও ক্রিম বেস সাবন একটু করে নিন

5 / 8
এর মধ্যে গ্রেট করে নেওয়া লেবুর খোসা মিশিয়ে এক চামচ লেবুর রস দিন। এবার ওর মধ্যে এক চামচ গ্লিসারিন ভাল করে মিশিয়ে দিতে হবে

এর মধ্যে গ্রেট করে নেওয়া লেবুর খোসা মিশিয়ে এক চামচ লেবুর রস দিন। এবার ওর মধ্যে এক চামচ গ্লিসারিন ভাল করে মিশিয়ে দিতে হবে

6 / 8
সব খুব ভাল করে মিশিয়ে ৫ মিনিট রেখে দিতে হবে। প্রথমে মুখ ধুয়ে তাতে একটু গোলাপ জল লাগিয়ে নিন, এবার এই ফেসওয়াশ মুখে খুব ভাল করে লাগান

সব খুব ভাল করে মিশিয়ে ৫ মিনিট রেখে দিতে হবে। প্রথমে মুখ ধুয়ে তাতে একটু গোলাপ জল লাগিয়ে নিন, এবার এই ফেসওয়াশ মুখে খুব ভাল করে লাগান

7 / 8
ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। এতে মুখ তো পরিষ্কার হবেই সঙ্গে সারাদিন একটা ফ্রেশনেস বজায় থাকবে। আর লেবুর নির্যাস, লেবুর রস এসব খুব ভাল করে মুখ থেকে ময়লা পরিষ্কার করে দিতে পারে। এতে পোরসও খুলে যায়, মুখ থাকে চকচকে

ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। এতে মুখ তো পরিষ্কার হবেই সঙ্গে সারাদিন একটা ফ্রেশনেস বজায় থাকবে। আর লেবুর নির্যাস, লেবুর রস এসব খুব ভাল করে মুখ থেকে ময়লা পরিষ্কার করে দিতে পারে। এতে পোরসও খুলে যায়, মুখ থাকে চকচকে

8 / 8
বাড়ি থেকে বেরনোর ১০ মিনিট আগে এই ফেসওয়াশ লাগিয়ে নিতে হবে। দোকানের কেনা ফেসওয়াশের থেকে বাড়িতে বানানো এই ফেসওয়াশ অনেক ভাল. এতে ত্বকের কোনও রকম ক্ষতি হবে না, ত্বক থাকবে নরম। একই সঙ্গে বজায় থাকবে জেল্লাও

বাড়ি থেকে বেরনোর ১০ মিনিট আগে এই ফেসওয়াশ লাগিয়ে নিতে হবে। দোকানের কেনা ফেসওয়াশের থেকে বাড়িতে বানানো এই ফেসওয়াশ অনেক ভাল. এতে ত্বকের কোনও রকম ক্ষতি হবে না, ত্বক থাকবে নরম। একই সঙ্গে বজায় থাকবে জেল্লাও

Next Photo Gallery