‘নিরামিষ মাংস’ খেলে শরীরে ঘেঁষতে পারে না পাঁচ সমস্যা
স্বাদে এঁচোড় মাংসকে পাল্লা দেওয়ার ক্ষমতা রাখে। 'নিরামিষ মাংস' হিসাবেও তা পরিচিত। চিংড়ি মাছ দিয়ে এচোঁড় খেতে ভালোবাসেন না, এ রকম লোক খুঁজে পাওয়া মুসকিল।
1 / 8
গরমের সময় বাজারে পাওয়া যায় বিভিন্ন রকমের সব্জি। যার মধ্যে অন্যতম এঁচোড়। এই সব্জি ছাড়া বাঙালির রসনাতৃপ্তি সম্পূর্ণ হয় না।
2 / 8
স্বাদে এঁচোড় মাংসকে পাল্লা দেওয়ার ক্ষমতা রাখে। 'নিরামিষ মাংস' হিসাবেও তা পরিচিত। চিংড়ি মাছ দিয়ে এচোঁড় খেতে ভালোবাসেন না, এ রকম লোক খুঁজে পাওয়া মুসকিল।
3 / 8
এচোঁড় যেমন খেতে ভালো লাগে, তেমনই তা শরীরের জন্যও খুব উপকারী। শরীরের একাধিক অঙ্গের খেয়াল রাখে বাঙালির অন্যতম প্রিয় সব্জি।
4 / 8
ভিটামিন এ থাকার জন্য এঁচোড় চোখের জন্য খুবই উপকারী। চোখের সমস্যা হওয়া থেকে রক্ষা করে এঁচোড়।
5 / 8
রেটিনা সংক্রান্ত সমস্যার ঝুঁকি এড়াতে এঁচোড় খেতে পারেন। অন্যান্য উপাদানের পাশাপাশি এঁচোড়ে রয়েছে ভিটামিন এ। এই ভিটামিন চোখের সুরক্ষা প্রদান করে। কঠিন কোনও রোগের ঝুঁকি কমায়।
6 / 8
কাঁঠালে উচ্চ মাত্রায় ক্যালশিয়াম থাকে। তা হাড় মজবুত রাখে। এতে উপস্থিত ভিটামিন সি ও ম্যাগনেশিয়াম শরীরকে বেশি মাত্রায় ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে।
7 / 8
অতিরিক্ত কাজের চাপ, মানসিক অবসাদের কারণে অনেকেই অনিদ্রার সমস্যায় ভোগেন। কাঁঠাল কিন্তু এই সমস্যা দূর করতে পারে। এই ফলে ভাল মাত্রায় ম্যাগনেশিয়াম থাকে। তা স্নায়ুগুলিকে শান্ত রাখে। ফলে ঘুম ভাল হয়।
8 / 8
কাঁঠাল ফাইবারসমৃদ্ধ ফল হওয়ায় পেট পরিষ্কার রাখে এবং হজমশক্তি বাড়ায়। বিপাক হার বাড়াতেও এই ফল বেশ উপকারী। এই ফল খেলে তাই ওজনও নিয়ন্ত্রণে থাকে।