Skin Pigmentation: ২০ বছর বয়সে কমিয়ে নিতে চাইলে আজ থেকেই ব্যবহার করুন বাড়িতে বানানো এই ক্রিম

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

Jan 31, 2024 | 9:42 AM

Onion juice: কেমিক্যাল মোটেই ত্বকের জন্য ভাল নয়। এর জন্য ত্বক বুড়িয়ে যায়। ত্বকে অনেক রকমের সমস্যাও আসে। আর তাই খুব সহজে বাড়িতেই বানিয়ে নিন এই ক্রিম। বানিয়ে ৭ দিন পর্যন্ত রাখতে পারবেন। এতে ত্বক থাকবে ভাল। দেখে নিন কী ভাবে বানাবেন

1 / 8
ঠাকুমা দিদিমাদের চুল এখনও সাদা হয়নি তবে এখনকার প্রজন্মের ছেলে মেয়েদের বয়স ২৭ পেরোলেই একটা-দুটো করে পাকা চুল উঠতে শুরু করে। বয়স ৩০ পেরোলেই অধিকাংশ ভোগেন পাকা চুলের সমস্যায়

ঠাকুমা দিদিমাদের চুল এখনও সাদা হয়নি তবে এখনকার প্রজন্মের ছেলে মেয়েদের বয়স ২৭ পেরোলেই একটা-দুটো করে পাকা চুল উঠতে শুরু করে। বয়স ৩০ পেরোলেই অধিকাংশ ভোগেন পাকা চুলের সমস্যায়

2 / 8
একই সঙ্গে মুখে পিগমেন্টেশন, কালো দাগ, চামড়া কুঁচকে যাওয়া এমন সব সমস্যা তো থাকেই। আগেকার দিনে রূপচর্চা, ক্রিম-লোশনের এত ধুম ছিল না আর শরীরও থাকত সুস্থ

একই সঙ্গে মুখে পিগমেন্টেশন, কালো দাগ, চামড়া কুঁচকে যাওয়া এমন সব সমস্যা তো থাকেই। আগেকার দিনে রূপচর্চা, ক্রিম-লোশনের এত ধুম ছিল না আর শরীরও থাকত সুস্থ

3 / 8
কেমিক্যাল মোটেই ত্বকের জন্য ভাল নয়। এর জন্য ত্বক বুড়িয়ে যায়। ত্বকে অনেক রকমের সমস্যাও আসে। আর তাই খুব সহজে বাড়িতেই বানিয়ে নিন এই ক্রিম। বানিয়ে ৭ দিন পর্যন্ত রাখতে পারবেন। এতে ত্বক থাকবে ভাল। দেখে নিন কী ভাবে বানাবেন

কেমিক্যাল মোটেই ত্বকের জন্য ভাল নয়। এর জন্য ত্বক বুড়িয়ে যায়। ত্বকে অনেক রকমের সমস্যাও আসে। আর তাই খুব সহজে বাড়িতেই বানিয়ে নিন এই ক্রিম। বানিয়ে ৭ দিন পর্যন্ত রাখতে পারবেন। এতে ত্বক থাকবে ভাল। দেখে নিন কী ভাবে বানাবেন

4 / 8
পেঁয়াজ দিয়েই বানিয়ে নিন এই ক্রিম। পেঁয়াজ দু টুকরো করে নিতে হবে। এবার একটা টুকরো নিয়ে তা কুরে নিতে হবে। মুখের মেচেতার দাগ দূর করতে এই ক্রিম খুব ভাল কাজ করে। কুরনো পেঁয়াজের রস একদিকে রাখুন

পেঁয়াজ দিয়েই বানিয়ে নিন এই ক্রিম। পেঁয়াজ দু টুকরো করে নিতে হবে। এবার একটা টুকরো নিয়ে তা কুরে নিতে হবে। মুখের মেচেতার দাগ দূর করতে এই ক্রিম খুব ভাল কাজ করে। কুরনো পেঁয়াজের রস একদিকে রাখুন

5 / 8
অন্যদিকে রাখুন পেঁয়াজ বাটা। এর মধ্যে বেসন মিশিয়ে দিতে হবে। পেঁয়াজ, বেসন মিশিয়ে লেবুর রস দিন ৫ ফোঁটা। এতে ত্বক আরও বেশি গ্লোয়িং থাকে। হাফ চামচ মধু মিশিয়ে নিন এতে। কোনও রকম জল দেবেন না। এক চিমটে হলুদ দিন

অন্যদিকে রাখুন পেঁয়াজ বাটা। এর মধ্যে বেসন মিশিয়ে দিতে হবে। পেঁয়াজ, বেসন মিশিয়ে লেবুর রস দিন ৫ ফোঁটা। এতে ত্বক আরও বেশি গ্লোয়িং থাকে। হাফ চামচ মধু মিশিয়ে নিন এতে। কোনও রকম জল দেবেন না। এক চিমটে হলুদ দিন

6 / 8
সব ভাল করে মিশিয়ে রেখে দিতে হবে ১৫-২০ মিনিট। মুখের যেখানে দাগ রয়েছে সেখানে এই মিশ্রণ লাগিয়ে নিন। থুপে থুপে লাগিয়ে নিন। এবার তা ১- মিনিটের জন্য মুখে রেখে দিতে হবে

সব ভাল করে মিশিয়ে রেখে দিতে হবে ১৫-২০ মিনিট। মুখের যেখানে দাগ রয়েছে সেখানে এই মিশ্রণ লাগিয়ে নিন। থুপে থুপে লাগিয়ে নিন। এবার তা ১- মিনিটের জন্য মুখে রেখে দিতে হবে

7 / 8
এবার জল দিয়ে মুখ দুয়ে নিন। এরপর বানিয়ে নিন ক্রিম। পেঁয়াজের রসের মধ্যে কাঁচা দুধ মিশিয়ে দিতে হবে। প্রয়োজনে হাফ চামচ কাঁচা দুধ দিয়ে ১ চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নিতে হবে। খুব ভাল করে তা মিশিয়ে নিতে হবে

এবার জল দিয়ে মুখ দুয়ে নিন। এরপর বানিয়ে নিন ক্রিম। পেঁয়াজের রসের মধ্যে কাঁচা দুধ মিশিয়ে দিতে হবে। প্রয়োজনে হাফ চামচ কাঁচা দুধ দিয়ে ১ চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নিতে হবে। খুব ভাল করে তা মিশিয়ে নিতে হবে

8 / 8
এর মধ্যে দুটো ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে দিন। এবার ভাল করে মিশিয়ে তা মুখে লাগিয়ে নিন ১৫ মিনিট রাখুন। তারপর মুখ ভাল করে ধুয়ে নিতে হবে। একদম হালকা করে মুছে কোনও ময়েশ্চারাইজার লাগাতে পারেন। এতে খুব ভাল রেজাল্ট পাবেন, দাগ ছোপ দূর হবে

এর মধ্যে দুটো ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে দিন। এবার ভাল করে মিশিয়ে তা মুখে লাগিয়ে নিন ১৫ মিনিট রাখুন। তারপর মুখ ভাল করে ধুয়ে নিতে হবে। একদম হালকা করে মুছে কোনও ময়েশ্চারাইজার লাগাতে পারেন। এতে খুব ভাল রেজাল্ট পাবেন, দাগ ছোপ দূর হবে

Next Photo Gallery