Winter Bath Tips: শীতকালে স্নান করেন না? এই সময় করুন ভয় লাগবে না
Winter Shower: শীতকালে ঠান্ডা লাগার চক্করে অনেকে স্নান করেন না। আবার অনেকে কয়েক দিন অন্তর অন্তর স্নান করে থাকেন। কিন্তু পরিষ্কার, পরিচ্ছন্ন থাকার জন্য সর্বোপরি সুস্থ থাকার জন্য শীতেও স্নান করা প্রয়োজন। কিন্তু শীতে কখন স্নান করবেন? কী বলছেন বিশেষজ্ঞরা।
1 / 8
শীতকালে অনেকেই ঠান্ডার ভয়ে নিয়মিত স্নান করেন না। আবার অনেকে বেশ কয়েক দিন পর পর স্নান করে থাকেন। (Pic Credit: Getty Images)
2 / 8
পরিষ্কার, পরিচ্ছন্ন থাকার জন্য, সর্বোপরি সুস্থ থাকার জন্য শীতকালে নিয়মিত স্নান করা প্রয়োজন। কিন্তু শীতে কখন স্নান করবেন? (Pic Credit: Getty Images)
3 / 8
বিশেষজ্ঞরা এ নিয়ে কী বলছেন? শীতকালে ভোরবেলায় স্নান করা উচিত নয়। সেই সময় তাপমাত্রা অনেক কম থাকে। তবে যদি একান্তই আর উপায় না থাকে তা হলে ভোরে স্নান করতে হয় অনেককেই। (Pic Credit: Getty Images)
4 / 8
বিশেষজ্ঞদের কথায়, শীতে ভোরবেলায় স্নান না করাই ভালো। সেই সময় স্নান করলে ঠান্ডা লাগার আশঙ্কা থাকে। শীতকালে স্নানের প্রকৃত সময় বলা হয়ে থাকে দুপুরকে। (Pic Credit: Getty Images)
5 / 8
নিয়মিত স্নানের অভ্যাস থাকলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। ফলে শুধু পরিচ্ছন্নতার জন্যই নয়। সুস্থ থাকতে চাইলে নিয়মিত শীতকালেও স্নান করতে হবে। (Pic Credit: Getty Images)
6 / 8
বাচ্চা ও বয়স্কদের শীতকালের ভোরবেলায় স্নান করা উচিত নয়। শীতকালে দুপুরবেলাকেই স্নানের শ্রেষ্ঠ সময় হিসেবে ধরা হয়। (Pic Credit: Getty Images)
7 / 8
শীতকালে ঘুম থেকে উঠে সরাসরি স্নান করতে যাওয়া উচিত নয়। সেক্ষেত্রেও ঠান্ডা লেগে যেতে পারে। ঘুম থেকে ওঠার পর কিছুক্ষণ এমনি সময় কাটিয়ে স্নান করা উচিত। (Pic Credit: Getty Images)
8 / 8
শীতকালে অনেকেই গরম জলে স্নান করেন। অতিরিক্ত গরম জলে স্নান শরীরের নানা ক্ষতি করে। ফলে শীতে ঠান্ডা লাগে বলে ঠান্ডা জলে স্নান না করে হালকা গরম জলে স্নান করতে পারেন। (Pic Credit: Getty Images)