আর্সেনালের তারকা রব হোল্ডিং ও পেইজ আলমেন্ডারিজের প্রথম সাক্ষাৎ ২০১৮ সালে। (ছবি-পেইজ আলমেন্ডারিজ ইন্সটাগ্রাম)
লাস ভেগাসের ইউনিভার্সিটি অব নেভাডা থেকে কমিউনিকেশন নিয়ে পড়াশুনা করেছেন আলমেন্ডারিজ। তারপরই তিনি যোগ দেন স্পোর্টিং দি ব্রাগাতে। (ছবি-পেইজ আলমেন্ডারিজ ইন্সটাগ্রাম)
ইন্সটাগ্রামে তিনি বেশ জনপ্রিয়। তাঁর ইন্সটা ফিড জুড়ে যেমন উকি দেয় ফুটবল খেলা ও প্র্যাক্টিসের ভিডিও এবং রিলস, তেমনই মাঝে মধ্য়েই বিকিনি লুকে আগুন ঝরান আলমেন্ডারিজ। (ছবি-পেইজ আলমেন্ডারিজ ইন্সটাগ্রাম)
সুন্দরী আলমেন্ডারিজ ফুটবলের পাশাপাশি ব্যালে নাচেও দক্ষ। পাশাপাশি তিনি ইন্সটাগ্রাম মডেলও। (ছবি-পেইজ আলমেন্ডারিজ ইন্সটাগ্রাম)