Bangla News Photo gallery Sawan Shivratri 2024: these 5 zodiac signs fortune will rise, will get big news, money benefits
Sawan Shivaratri 2024: অগস্টের গোড়াতেই শ্রাবণ শিবরাত্রি, আর্থিক উন্নতি যোগে সুখবর পাবে এই ৫ রাশি
Lord Shiva Blessings: শ্রাবণ শিবরাত্রির গুরুত্ব অন্যান্য মাসিক শিবারাত্রি থেকে অনেক আলাদা। শ্রাবণ শিবরাত্রির দিন নিজের ভাগ্য উজ্জ্বল করতে ও মহাদেবের অপার আশীর্বাদ পেতে বেশ কিছু প্রতিকার রয়েছে। এবছর শ্রাবণ শিবরাত্রি পড়েছে আগামী ২ অগস্ট। তাই এদিন থেকে কয়েকটি রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ চলেছে।
1 / 9
পুরোদমে চলছে শ্রাবণ মাসের শিবের সেবা। এরই মধ্যে যোগ হয়েছে শ্রাবণ শিবরাত্রির মতো গুরুত্বপূর্ণ দিন। শ্রাবণ মাসের শিবরাত্রি হল এই মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি তিথি। ক্যালেন্ডার মতে, আগামী ২ অগস্ট। এদিন শিবের আশীর্বাদ পেতে শিবভক্তরা সারাদিন ধরে উপকবাস পালন করে থাকেন। তারপর শিবলিঙ্গের মাথায় জল ঢেলে, প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করেন।
2 / 9
শ্রাবণ শিবরাত্রির গুরুত্ব অন্যান্য মাসিক শিবারাত্রি থেকে অনেক আলাদা। শ্রাবণ শিবরাত্রির দিন নিজের ভাগ্য উজ্জ্বল করতে ও মহাদেবের অপার আশীর্বাদ পেতে বেশ কিছু প্রতিকার রয়েছে।
3 / 9
এবছর শ্রাবণ শিবরাত্রি পড়েছে আগামী ২ অগস্ট। তাই এদিন থেকে কয়েকটি রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ চলেছে।
4 / 9
ভগবান শিবের আশীর্বাদ বর্ষিত তো হবেই, যে কোনও কাজে সফল পাবেন, কর্মজীবনেও উন্নতি লাভ করবেন জাতক-জাতিকারা। শ্রাবণ শিবরাত্রির দিনে কোন কোন রাশির ভাগ্য খুলে যেতে চলেছে, তা জেনে নিন...
5 / 9
মিথুন রাশি: সাওয়ান শিবরাত্রির দিন থেকে মিথুন রাশির জাতকদের উপর ভোলেনাথের আশীর্বাদ বর্ষিত হবে। ব্যবসায় দারুণ উন্নতি হবে তরতরিয়ে।মানসিক চাপ থেকে দূরে থাকবেন, মন থাকবে ফুরফুরে। শিক্ষা প্রতিযোগিতায় সাফল্য পেতে পারেন নিমেষের মধ্যে। চিন্তা করার ও বোঝার ক্ষমতা বৃদ্ধি পাবে। মোদ্দা কথা হল, সবদিক থেকে আপনার জীবনে উন্নতি ও সফল হবে।
6 / 9
সিংহ রাশি: শিবরাত্রিতে শিবের কৃপায় বিবাহিত জীবন সুখ ফিরে আসবে। স্ত্রীর সঙ্গে সম্পর্ক থাকবে বন্ধুত্বপূর্ণ। এদিনে কিছু ভাল কিছু খবর পেতে পারেন, কঠোর পরিশ্রমের সম্পূর্ণ ফল পাবেন এই রাশির জাতক-জাতিকারা। পারিবারিক জীবন সুখ ও শান্তির থাকবে। এ দিনে কথাবার্তা নিয়ন্ত্রণ করতে হবে।
7 / 9
কন্যা রাশি: শিবরাত্রি উপলক্ষে, কন্যা রাশির জাতক-জাতিকারা একটি নতুন কাজের প্রস্তাব পেতে পারে। অন্যদিকে ব্যবসায় নতুন চুক্তি পেতে পারে, আর্থিক সুবিধা দিতে পারে। এই রাশির জাতক-জাতিকারা কিছু বড় খবর পেতে পারেন, দীর্ঘদিন ধরে যার জন্য অপেক্ষা করছিলেন, তার অপেক্ষার অবসান ঘটবে। কর্মজীবনে ভাগ্য ফিরে পাবেন আপনি।
8 / 9
তুলা রাশি: ভগবান শিবের আশীর্বাদে এই রাশির জাতক-জাতিকারা সমস্যার সমাধান হবে। আয় বৃদ্ধি হবে ও আর্থিক লাভের কারণে আর্থিক অবস্থারও উন্নতি হবে। অর্থ সংকটের অবসান হতে পারে। ব্যবসায় প্রসার হবে। ব্যবসায় লাভ হবে। কোনও ভালো খবর পেতে পারেন।
9 / 9
মীন রাশি: শিবরাত্রির দিন থেকে আপনার জন্য খুব শুভ ও ভালো হতে পারে। একসঙ্গে অনেকগুলো সমস্যার সমাধান হবে। ব্যবসায় অগ্রগতি হবে। বিনিয়োগের ক্ষেত্রে লাভ করতে পারেন। এদিনে কিছু সাহায্য পেতে পারেন, জীবনকে আরও সুন্দর করে তুলবে। হঠাত করে আর্থিক লাভের সম্ভাবনাও রয়েছে।