শাহরুখ, আমির থেকে দীপিকা, দেহরক্ষীর মাইনে শুনলে আঁতকে উঠবেন

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jan 21, 2024 | 5:36 PM

Celeb Bodyguard Salary: লাখ নয়, কোটিতে মাইনে নিয়ে থাকেন বলিউডের সেলেবদের দেহরক্ষীরা। কারও মাইনে ১ কোটি কেউ আবার নিয়ে থাকেন ২, বলিউডের প্রসথম সারির অভিনেতারা এই খাতে মোট কত খরচ করে থাকেন বছরে, শুনলে অবাক হবেন আপনিও।

1 / 8
শাহরুখ খান: শাহরুখ খানের বডিগার্ডের নাম রভি। তিনি বছরে পারিশ্রমিক নিয়ে থাকেন ২.৫ কোটি টাকা। শাহরুখের সব থেকে ভরসার কর্মী তিনিই। আরিয়ানকে তিনিই রাখেন আগলে।

শাহরুখ খান: শাহরুখ খানের বডিগার্ডের নাম রভি। তিনি বছরে পারিশ্রমিক নিয়ে থাকেন ২.৫ কোটি টাকা। শাহরুখের সব থেকে ভরসার কর্মী তিনিই। আরিয়ানকে তিনিই রাখেন আগলে।

2 / 8
সলমন খান: সিনে দুনিয়ায় সলমন খানের বডিগার্ড ভীষণ জনপ্রিয়। বারবার খবরের শিরোনামে জায়গা করেছেন শেরা। বছরে তিনি নিয়ে থাকেন ২ কোটি টাকা।

সলমন খান: সিনে দুনিয়ায় সলমন খানের বডিগার্ড ভীষণ জনপ্রিয়। বারবার খবরের শিরোনামে জায়গা করেছেন শেরা। বছরে তিনি নিয়ে থাকেন ২ কোটি টাকা।

3 / 8
আমির খান

আমির খান

4 / 8
ক্যাটরিনা কইফ- অক্ষয় কুমারকে সূর্যবংশী ছবির একটি দৃশ্যে চড় মারার কথা ছিল ক্যাটের। সেই চড় অভিনয়ের বদলে হয়ে যায় আসল। সপাটে চড় খেয়ে অবাক অক্ষয়।

ক্যাটরিনা কইফ- অক্ষয় কুমারকে সূর্যবংশী ছবির একটি দৃশ্যে চড় মারার কথা ছিল ক্যাটের। সেই চড় অভিনয়ের বদলে হয়ে যায় আসল। সপাটে চড় খেয়ে অবাক অক্ষয়।

5 / 8
অক্ষয় কুমার-- একবার অক্ষয় কুমার এক ভক্তের হাত থেকে তাঁর ফোন কেড়ে নিয়ে পায়ের তলায় তা পিশে দিয়েছিলেন। কারণ সেই ভক্তের ব্যবহারের কারণে অক্ষয় কুমারের স্ত্রীর অস্বস্তি হয়।

অক্ষয় কুমার-- একবার অক্ষয় কুমার এক ভক্তের হাত থেকে তাঁর ফোন কেড়ে নিয়ে পায়ের তলায় তা পিশে দিয়েছিলেন। কারণ সেই ভক্তের ব্যবহারের কারণে অক্ষয় কুমারের স্ত্রীর অস্বস্তি হয়।

6 / 8
আলিয়া ভাট: আলিয়া যখন খুব ছোট সুনীল তালেকর তাঁকে রক্ষা করতেন। এখনও তাঁকেই নিজের দেহরক্ষী হিসেবে রেখেছেন আলিয়া। বছরে তাঁর আয় ৫০ লাখ টাকা।

আলিয়া ভাট: আলিয়া যখন খুব ছোট সুনীল তালেকর তাঁকে রক্ষা করতেন। এখনও তাঁকেই নিজের দেহরক্ষী হিসেবে রেখেছেন আলিয়া। বছরে তাঁর আয় ৫০ লাখ টাকা।

7 / 8
অমিতাভ বচ্চন: অমিতাভে ছায়াসঙ্গীর নাম জিতেন্দর শিন্ডে। অভিতাভকে রক্ষা করার জন্য তিনি পান ১.২ কোটি টাকা।

অমিতাভ বচ্চন: অমিতাভে ছায়াসঙ্গীর নাম জিতেন্দর শিন্ডে। অভিতাভকে রক্ষা করার জন্য তিনি পান ১.২ কোটি টাকা।

8 / 8
দীপিকা পাড়ুকোন: ৮০ লাখ টাকা বার্ষিক পারিশ্রমিক পান দীপিকা পাড়ুকোনের দেহরক্ষী জালাল। সারাক্ষণই দিপুকে ঘিরে থাকেন জালাল।

দীপিকা পাড়ুকোন: ৮০ লাখ টাকা বার্ষিক পারিশ্রমিক পান দীপিকা পাড়ুকোনের দেহরক্ষী জালাল। সারাক্ষণই দিপুকে ঘিরে থাকেন জালাল।

Next Photo Gallery