
বৃহস্পতিবার নিজের জন্মদিনের পার্টিতে বান্ধবী মেহাকে বিয়ের প্রস্তাব দিলেন অক্ষর প্যাটেল। (ছবি-অক্ষর প্যাটেল টুইটার)

নিজের সোশ্যাল মিডিয়ায় জীবনের বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করেছেন ভারতীয় ক্রিকেটের বাপু। (ছবি-অক্ষর প্যাটেল টুইটার)

জন্মদিনে বান্ধবীকে যেভাবে তিনি সারপ্রাইজ দিলেন, তা স্বাভাবিকভাবেই মেহার মন ছুঁয়ে গিয়েছে। (ছবি-অক্ষর প্যাটেল টুইটার)

অক্ষরের জন্মদিনের পার্টিতে দু'জন দু'জনকে আংটি পরিয়ে দিয়ে এনগেজমেন্ট সম্পন্ন করেন। (ছবি-অক্ষর প্যাটেল টুইটার)