
শীতকালীন বিশ্বকাপের জন্য কাতারে ইংল্যান্ড দলের সঙ্গে যোগ দিয়েছেন লিভারপুল স্ট্রাইকার জর্ডন হেন্ডারসন। কাতারে তাঁকে এবং ইংল্যান্ড টিমকে চিয়ার করার জন্য পৌঁছে যেতে পারে হেন্ডারসনের পরিবার।(ছবি:ইনস্টাগ্রাম)

হেন্ডারসনের দীর্ঘদিনের পার্টনার এবং বর্তমান স্ত্রী রেবেকা ব্রুনেট। প্রচারের আলোয় থাকতে পছন্দ করেন না। সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ নন। তাই ইংল্যান্ডের ওয়্যাগসদের মধ্যে অবশ্যই নজরে থাকবেন রেবেকা।(ছবি:ইনস্টাগ্রাম)

দম্পতির সংসার এখন পরিপূর্ণ। দুই মেয়ে অ্যালেক্সা এবং অ্যালবা ও এক ছেলে। ছেলে মেয়েদের নিয়ে ছবি দিলেও হেন্ডারসনের ইনস্টাগ্রাম প্রোফাইলে রেবেকার ছবির সংখ্যা খুবই কম।(ছবি:ইনস্টাগ্রাম)

শোনা যায়, সুন্দরল্যান্ডে টিনএজ বয়সে জর্ডন ও রেবেকার প্রথম সাক্ষাৎ ঘটে। ২০১৪ সালে নাকি বিয়ে করেন দু'জনে। জর্ডনের ম্যাচের সময় খুব কমই গ্যালারিতে দেখা গিয়েছে তাঁকে।(ছবি:ইনস্টাগ্রাম)

রাশিয়া বিশ্বকাপেও মেয়েদের নিয়ে গিয়েছিলেন রেবেকা। এবারও ছবি শিকারীদের নজরে থাকবে হেন্ডারসনের পরিবার। (ছবি:ইনস্টাগ্রাম)