চিরিয়াখানা থেকে চুরি, ‘উধাও’ বিদেশি পাখি, দাম ২০ লক্ষ টাকা
আলিপুর চিড়িয়াখানার খাঁচা থেকে চুরি চিলবিল টুকান প্রজাতির পাখি ( Toucan Bird)।
আলিপুর চিড়িয়াখানা ( Alipore Zoo ) থেকে বিরল প্রজাতির পাখি চুরি। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকালের মধ্যেই তিনটি বিরল প্রজাতির পাখি চুরি হয়েছে বলে সূত্রের খবর। চিলবিল টুকান (Toucan Bird) প্রজাতির পাখির বাজার মূল্য ১৫ লক্ষ টাকা থেকে ২০ লক্ষ টাকা। এই পাখি পাওয়া যায় মার্কিন যুক্তরাষ্ট্রে। পাখি চুরির ঘটনায় ইতিমধ্যেই তদন্তে নেমেছে ওয়াটগঞ্জ থানার পুলিশ। চিড়িয়াখানার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে জানা যায়, কর্মচারীরা পাখিদের খাবার দিতে গিয়ে দেখেন, খাঁচায় নেই পাখিগুলো। এই ঘটনায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।
Published on: Feb 25, 2021 07:43 PM
Latest Videos