Bangladesh: জঙ্গি অনুপ্রবেশ হয়েই চলেছে ভারতে?

Bangladesh: জঙ্গি অনুপ্রবেশ হয়েই চলেছে ভারতে?

TV9 Bangla Digital

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Updated on: Dec 12, 2024 | 5:09 PM

Bangladesh:মালদা থেকে সেই জাল ছড়িয়ে পড়ছে রাজ্যের অন্যত্র, বিস্ফোরক দাবি আয়কর সংক্রান্ত আইনজীবীদের একাংশের। এদিকে ভারতকে হুমকি দিয়ে চলেছে বাংলাদেশের কট্টরপন্থীরা। বাংলাদেশের দখলদারির হুমকি আমলই দিতে রাজি নন মালদহের সংখ্যালঘুরা।

মৌলবাদীদের তাণ্ডবে তছনছ বাংলাদেশ। এরই মাঝে এপার বাংলায় নতুন আশঙ্কা। সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করছে হিজবুত তাহরির থেকে শুরু করে বিভিন্ন জঙ্গি সংগঠনের সদস্যরা। সূত্রের খবর, নিষিদ্ধ সংগঠন সিমির সঙ্গে একসঙ্গে কাজ করছে তারা। শুধু অনুপ্রবেশই নয়, হাওয়ালার মাধ্যমে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের কাছে আসছে কোটি কোটি টাকাও।

মালদা থেকে সেই জাল ছড়িয়ে পড়ছে রাজ্যের অন্যত্র, বিস্ফোরক দাবি আয়কর সংক্রান্ত আইনজীবীদের একাংশের। এদিকে ভারতকে হুমকি দিয়ে চলেছে বাংলাদেশের কট্টরপন্থীরা। বাংলাদেশের দখলদারির হুমকি আমলই দিতে রাজি নন মালদহের সংখ্যালঘুরা। তাঁদের হুঙ্কার সীমান্ত খুলে দিলেই বাংলাদেশ শায়েস্তা হয়ে যাবে।

ওপারে হুঙ্কার, এপারে প্রতিরোধের ডাক। তবে এখন যা পরিস্থিতি তাতে বাংলাদেশে ইসকন ভক্ত হওয়াটাই যেন অপরাধ! ওপারের নাবালিকার অভিজ্ঞতা তো তেমনই। তাকে বারবার তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয় মৌলবাদীরা। প্রাণ বাঁচাতে অসুস্থ বাবা-মাকে ওপারে ছেড়েই এপারে নাবালিকা। কেন এই পরিস্থিতি হবে! কেন একজন নিজের দেশে শান্তিতে বসবাসের সুযোগ পাবে না। এই প্রশ্ন আমরা তুলে যাব। আর প্রশ্ন তুলে যাব ইউনূস প্রশাসনের দ্বিচারিতা নিয়ে!

 

Published on: Dec 12, 2024 05:09 PM