Bangladesh, Dhaka Stock Exchange: কাটা ঘুড়ির মতো গোঁত্তা খেয়ে বাস্তবতার মাটিতে আছড়ে পড়েছে বাংলাদেশের বাজার!
DSE Index: ৫ অগস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর আশার আলো দেখেছিল সে দেশের শেয়ার বাজার। প্রত্যাশা বাড়ায় তারপরের কয়েকদিন উর্ধ্বমুখী ছিল বাজার। কিন্তু, তারপর আবার পতন অব্যাহত।
বাংলাদেশের বাজার গত ১ বছর ধরে ক্রমশই পড়ছে। সে দেশের ‘অগস্ট বিপ্লবে’র প্রভাব শুধুমাত্র বয়ন শিল্পেই আটকে নেই। সেই প্রভাব ছড়িয়ে পড়েছে সে দেশের বাজারেও। ৫ অগস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর আশার আলো দেখেছিল সে দেশের শেয়ার বাজার। প্রত্যাশা বাড়ায় তারপরের কয়েকদিন উর্ধ্বমুখী ছিল বাজার। কিন্তু, তারপর আবার পতন অব্যাহত। বিশেষজ্ঞ মহল মনে করছে, ভারতের জনসংখ্যার একটা বিরাট অংশ মধ্যবিত্ত শ্রেণি। ফলে ভারতের বাজারে যে চাহিদা সেই শ্রেণি তৈরি করে, বাংলাদেশের বাজারে সেই চাহিদা তৈরি হয় না। আর এর একটা বিরাট কারণ হল বাংলাদেশে মধ্যবিত্ত শ্রেণি সেভাবে নেই।
Published on: Jan 14, 2025 12:42 PM
Latest Videos