ফিরে দেখা
নতুন বছরের প্রতীক্ষা। আর সেই প্রতীক্ষার মাঝেই ২০২৪ সালকে ফিরে দেখা। ২০২৪ সালে দেশ ও রাজ্যে একাধিক ঘটনা জনমানসে নাড়া দিয়েছে। ২০২৪ সালের শুরুতেই সন্দেশখালির ঘটনাকে কেন্দ্র করে চাপানউতোর শুরু হয়। তারপর অগস্টে আরজি কর কাণ্ড। রাস্তায় নামেন সাধারণ মানুষ। আন্দোলন শুরু করেন জুনিয়র ডাক্তাররা। ২০২৪ সালে লোকসভা নির্বাচন হয়। দেশে ফের ক্ষমতায় এসেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। আবার রাজ্যের একাধিক বিধানসভা আসনে উপনির্বাচনে শাসকদল তৃণমূল জয়ী হয়েছে। মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি ও তার জোটসঙ্গীরা। বিশ্বের দিকে নজর দিলে দেখা যাবে, নভেম্বরে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে কৌতূহল ছিল বিশ্বজুড়ে। সেখানে জয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সবমিলিয়ে ঘটনাবহুল এক বছর শেষের পথে।