Year Ender 2025: ২০২৫-এ কারা ভাঙলেন সম্পর্ক?
২০২৫ সালটি বিনোদন জগতের তারকাদের ব্যক্তিগত জীবনের জন্য বেশ ঘটনাবহুল ছিল। রুপোলি পর্দার রোম্যান্স বাস্তব জীবনে সবসময় সফল হয় না— এ কথা আবারও প্রমাণ করে অনেক চেনা সম্পর্কের এই বছর ইতি ঘটেছে। স্মৃতি মন্ধানা ও পলাশ মুচ্ছল থেকে শুরু করে তমন্না ভাটিয়া ও বিজয় বর্মা— তালিকায় রয়েছেন আরও অনেকে।

- সুদীপ মুখোপাধ্যায় ও পৃথা চক্রবর্তী: টলিউডের জনপ্রিয় অভিনেতা সুদীপ ও ওড়িশি নৃত্যশিল্পী পৃথা দীর্ঘদিনের দাম্পত্যের পর এই বছর বিচ্ছেদের ঘোষণা করেন। কোনও কাদা ছোড়াছুড়ি না করে বন্ধুত্বপূর্ণভাবেই আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
- অঙ্কিতা চক্রবর্তী ও প্রান্তিক বন্দ্যোপাধ্যায়: ২০২২ সালে পাহাড়কে সাক্ষী রেখে বিয়ে করেছিলেন এই জুটি। কিন্তু অঙ্কিতার মুম্বই যাত্রা এবং প্রান্তিকের কলকাতায় কাজের চাপের কারণে তৈরি হওয়া ‘লং ডিস্ট্যান্স’ শেষমেশ তাঁদের বিচ্ছেদের পথ দেখাল।
- স্মৃতি ও পলাশ: বিয়ের মণ্ডপ থেকে ফেরা ২০২৫-এর সবচেয়ে বড় চমক ছিল ভারতীয় ক্রিকেটের তারকা স্মৃতি মন্ধানা ও সুরকার পলাশ মুচ্ছলের বিচ্ছেদ। ২০১৯ থেকে চুটিয়ে প্রেম করার পর নভেম্বর মাসেই তাঁদের চারহাত এক হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে প্রতারণার অভিযোগে স্মৃতি নিজেই এই বিয়ে বাতিল করেন। জীবনের এমন কঠিন সিদ্ধান্ত নিয়ে তিনি বার্তা দিয়েছেন— সম্মানহীন সম্পর্কের চেয়ে একা থাকা অনেক ভালো।
- যুজবেন্দ্র ও ধনশ্রী: আইনি বিচ্ছেদ ক্রিকেটার যুজবেন্দ্র চহাল এবং কোরিওগ্রাফার ধনশ্রী বর্মার দাম্পত্য বেশ কিছুদিন ধরেই টালমাটাল ছিল। অবশেষে ২০২৫-এর মার্চ মাসে আইনিভাবে তাঁদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়। মুম্বই বনাম হরিয়ানা— অর্থাৎ কাজের জায়গার দূরত্বই মূলত তাঁদের বিচ্ছেদের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।
- সেলিনা জেটলি ও পিটার হেগ: গার্হস্থ্য হিংসার কালো ছায়া অভিনেত্রী সেলিনা জেটলি তাঁর স্বামী পিটার হেগের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন। ২০১১ সালে বিয়ের পর তিন সন্তান নিয়ে অস্ট্রিয়ায় থাকতেন তাঁরা। কিন্তু সম্প্রতি আদালতের দ্বারস্থ হয়ে সেলিনা জানিয়েছেন, তিনি বছরের পর বছর মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন।
- তামান্না ও বিজয়: থামল ‘লাস্ট স্টোরিজ’-এর প্রেম পর্দায় রসায়ন শুরু হলেও বাস্তবে স্থায়ী হলো না তামান্না ভাটিয়া ও বিজয় বর্মার প্রেম। বিয়ের পরিকল্পনা নিয়ে দুই তারকার মধ্যে মতপার্থক্য তৈরি হওয়ায় তাঁরা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। বি-টাউনের এই প্রিয় জুটির আলাদা হওয়া অনুরাগীদের মনে বেশ বড় ক্ষত তৈরি করেছে।
- জয় ভানুশালী ও মাহী বিজ: ছোটপর্দার এই আদর্শ জুটির ১৫ বছরের সম্পর্কে ভাঙনের খবরে শোরগোল পড়ে যায়। দুজনেই সোশ্যাল মিডিয়া থেকে একে অপরের ছবি সরিয়ে ফেললেও, বিষয়টি নিয়ে এখনও রহস্য জিইয়ে রেখেছেন তাঁরা।







