AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Best Multibagger Stocks 2025: এই বছর আপনাকে মালামাল করেছে যে সব স্টক!

Year Ender 2025: কিন্তু বাজারের এমন খারাপ অবস্থার মধ্যেও এমন কিছু স্টক রয়েছে, যা বড়লোক করেছে সাধারণ বিনিয়োগকারীদের। গোটা স্টক মার্কেট ধরলে সেই লিস্ট বিরাট লম্বা হতে পারে। সেই কারণে যদি নিফটির প্রথম ৫০০ সংস্থাকে ধরা হয়, তাহলে সবচেয়ে ভাল রিটার্ন দিয়েছে ফোর্স মোটরস।

Best Multibagger Stocks 2025: এই বছর আপনাকে মালামাল করেছে যে সব স্টক!
শেয়ার বাজার কেমন ছিল?
| Updated on: Dec 30, 2025 | 5:40 PM
Share

শেষ হতে চলেছে ২০২৫ সাল। এই বছরটা শেয়ার বাজারে বিনিয়োগকারীদের জন্য খুব একটা সুখকর নয়। কারণ চলতি বছরে ভারতের শেয়ার বাজার সূচক নিফটি ৫০ বেড়েছে মাত্র ৯ শতাংশ। যা সাধারণত ১১ থেকে ১২ শতাংশ হারে বাড়ে। এ ছাড়াও আরও এক শেয়ার বাজার সূচক সেনসেক্স গত ১ বছরে বেড়েছে ৮ শতাংশেরও কম। যেখানে এই একই শেয়ার সূচকের গত ৩ বছরের রিটার্ন প্রায় ৩৮ শতাংশ।

সবচেয়ে বেশি রিটার্ন কার?

কিন্তু বাজারের এমন খারাপ অবস্থার মধ্যেও এমন কিছু স্টক রয়েছে, যা বড়লোক করেছে সাধারণ বিনিয়োগকারীদের। গোটা স্টক মার্কেট ধরলে সেই লিস্ট বিরাট লম্বা হতে পারে। সেই কারণে যদি নিফটির প্রথম ৫০০ সংস্থাকে ধরা হয়, তাহলে সবচেয়ে ভাল রিটার্ন দিয়েছে ফোর্স মোটরস। তাদের ২০২৫ সালে প্রায় ১৮৮ শতাংশ রিটার্ন এসেছে। এই সংস্থার মার্কেট ক্যাপ ২৬ হাজার ২৮৭ কোটি টাকা।

এর ঠিক পরই রয়েছে এল অ্যান্ড টি ফাইন্যান্স। এই সংস্থা দিয়েছে প্রায় ১২০ শতাংশ রিটার্ন। সংস্থার আনুমানিক বাজার মূল্য ৭৬ হাজার ৫০০ কোটি টাকা। তারপর ৯০ শতাংশের কিছু বেশি রিটার্ন নিয়ে রয়েছে আরবিএল ব্যাঙ্ক। তারপর রয়েছে হিন্দুস্থান কপার ও আদিত্য বিড়লা ক্যাপিটাল। এই দুই সংস্থারই রিটার্ন প্রায় ৯০ শতাংশের কাছে।

নিফটি ৫০

নিফটি ৫০ শেয়ার সূচকের মধ্যে থাকা সংস্থাগুলোর মধ্যে ভাল রিটার্ন দিয়েছে শ্রীরাম ফাইন্যান্স। ৬৪ শতাংশ রিটার্ন দিয়েছে এই সংস্থাটি। সংস্থার মার্কেট ক্যাপ ১ লক্ষ ৮৪ হাজার ২৪২ কোটি টাকা। এর পর ৫১ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে মারুতি সুজুকি। ৪৯ শতাংশের আশেপাশে রিটার্ন দিয়েছে আইখার মোটরস। ফলে, যে সব বিনিয়োগকারীর এই সব স্টকে বিনিয়োগ রয়েছে, তাদের এই খারাপের সময়ও বেশ ভালই রিটার্ন এসেছে।

কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।