Joshimath: দার্জিলিং বা জোশী মঠে ভূমিকম্প কী প্রভাব ফেলবে?

Joshimath: দার্জিলিং বা জোশী মঠে ভূমিকম্প কী প্রভাব ফেলবে?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jan 12, 2025 | 11:28 PM

দূরে বসে আপনি ভাবতে পারেন তিব্বতে ভূমিকম্পে কলকাতায় আর কী হবে? এবারে সামান্য হলেও ভূমিকম্পের রেশ এসে পড়েছে কলকাতাতেও। কেঁপেছে উত্তরবঙ্গের মাটিও। হার্ট অ্যাট্যাকের আগে শরীর যেমন বিভিন্ন ভাবে জানান দেয়, এই ভূমিকম্পও আমাদের জন্য কোনও বার্তা দিল না তো? ভূমিকম্পের শক যদি আরও বেশি হয় ছাড় পাবে তো আমাদের শহর কলকাতা? বা বাংলার বিভিন্ন অংশ? ছাড় পাবে তো হিমালয়? সে দার্জিলিং হোক আর যোশীমঠ? কতটা বিপদের মুখে দাঁড়িয়ে আমরা?

৭ জানুয়ারি, ২০২৫। চিনে তখন সকাল ৯ টা ৫। ৭.১ মাত্রায় কম্পনে কেঁপে উঠল তিব্বতের শিগাতসের মাটি। তারপর ৪০ বার আফটার শক। তার মধ্যে ১৬টি কম্পনের মাত্রা ছিল ৩-এরও বেশি। ভূমিকম্পের উৎসস্থল এভারেস্টের উত্তরের প্রবেশদ্বার তিংরি প্রদেশ। সেই ভূমিকম্পের রেশ এসে পড়েছে নেপাল এমনকি ভারতেও। ভোরবেলা কেঁপে উঠেছে কলকাতার মাটি। আক্রান্ত নেপাল। ঘটনার দিনই নেপালে মৃতের সংখ্যা ৩২ ছাড়িয়েছে। পাহাড়ের গায়ে প্রতি মুহূর্তে বাড়ছে লাশের পাহাড়। এবারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ ৮ লাখেরও বেশি মানুষ। এই ধ্বংসলীলা নেপাল দেখেছে ২০১৫ সালে ৯০০০ হাজার মানুষ প্রাণ হারিয়েছিলেন সেইবার প্রকৃতির রোষে। আমাদের দেশে জোশী মঠ জুড়ে পাহাড় ধসে পড়ছে। ফাটল ধরছে বহু বাড়িতে। একটা কম্পনে মুছে যাবে না তো জোশী মঠ?

Published on: Jan 12, 2025 11:27 PM