Fake Passport: বাংলার দিকে দিকে স্লিপার সেল? সেই স্লিপারদের কত জনের কাছে আছে এই ভারতের পাসপোর্ট?
স্লিপার সেল। হ্যাঁ, এই স্লিপার সেলরা কীভাবে ছড়িয়ে পড়েছে দেশের দিকে দিকে? সেই স্লিপারদের কজনের কাছে আছে এই ভারতের পাসপোর্ট? কারা মাস্টারমাইন্ড এই জাল নথি দিয়ে পাসপোর্ট তৈরির? আমার, আপনার মাঝে কতজন জঙ্গি লুকিয়ে? কত জন কাসাব একটা ফোনের অপেক্ষায়?
পাসপোর্ট… দেশের নাগরিকের বিদেশ যাওয়ার টিকিট। টিকিটই বটে! বৈধ ভারতীয় নাগরিক হিসেবে বিশ্বের যেকোনও প্রান্তে যাওয়ার ছাড়পত্র। কিন্তু ভারতীয় নাগরিক হলেই পাসপোর্ট পাওয়া যায় না। প্রচুর নথির ব্যাপার, পুলিশি অনুসন্ধান হয়। সোজা কথায়, আইন ও নিয়ম মেনেই পাওয়া যায় এই পাসপোর্ট। অথচ নাকি টাকা দিলেই মিলছে ভারতীয় পাসপোর্ট! সেই পাসপোর্ট পেয়ে যাচ্ছে অনুপ্রবেশকারীরা। পাসপোর্ট চক্রের পর্দা ফাঁস করেছে কলকাতা পুলিশ। জালে পান্ডা সহ আট জন। পাসপোর্টকাণ্ডে উঠে এসেছে আরও একটি নাম মনোজ গুপ্ত। আর তাকে জেরা করে বেরিয়েছে আরও একটি নাম, ধীরেন ঘোষ। ধীরেন ঘোষ নাকি ১০ বছর ইটালিতে ছিলেন। নদিয়ায় সীমান্ত এলাকায় এজেন্ট হিসেবে কাজ করতেন। ২০১৭ সালে দেশে ফিরে বাংলাদেশি নাগরিকদের এপারে নিয়ে আসার কাজ করতেন।। মনোজ ও সমরেশের কাছে পৌঁছে দিতেন ধীরেন। ঠিক যেমনটা তাজের রান্নাঘর থেকে কাসাবদের গাইড করেছিলেন এদেশের নাগরিক সাইদ জাবিউদ্দীন আনসারি। অসম ও বাংলার STF-এর যৌথ অপারেশনে অসম, মুর্শিদাবাদ ও কেরালা থেকে জঙ্গি গ্রেফতার হয়েছে। কিন্তু যারা ধরা পড়েনি, তারা কী অপেক্ষায় আছে? সংখ্যায় কত? একটাই চিন্তা, ঘাপটি মেরে, আমার, আপনার মাঝে কতজন জঙ্গি লুকিয়ে? কত জন কাসাব একটা ফোনের অপেক্ষায়?
বাংলার দিকে দিকে স্লিপার সেল? ২৬/১১-র মতোই নাশকতার ছক কষছে জঙ্গিরা?