এবার মাদাম তুসোর ওয়াক্স মিউজিয়ামে গেলে তামাম সেলেবদের সঙ্গে দেখা মিলবে দক্ষিণীস্টার আল্লু অর্জুনের। ‘পুষ্পা’ ছবি মুক্তির পরই যে ঘুরে যায় তাঁর ভাগ্যের চাকা। গোটা বিশ্বজুড়ে পরিচিতি পান অভিনেতা। এবার তাঁর প্রাপ্তির তালিকায় নয়া সংযোজন, মাদাম তুসোর মিউজিয়ামে ঠাঁই হতে চলেছে তাঁর।