Allu Arjun: কোথায় গেলে অনায়াসে ছবি তোলা যাবে আল্লুর সঙ্গে?

Allu Arjun: কোথায় গেলে অনায়াসে ছবি তোলা যাবে আল্লুর সঙ্গে?

Tapasi Dutta

|

Updated on: Sep 19, 2023 | 9:28 PM

এবার মাদাম তুসোর ওয়াক্স মিউজিয়ামে গেলে তামাম সেলেবদের সঙ্গে দেখা মিলবে দক্ষিণীস্টার আল্লু অর্জুনের। ‘পুষ্পা’ ছবি মুক্তির পরই যে ঘুরে যায় তাঁর ভাগ্যের চাকা। গোটা বিশ্বজুড়ে পরিচিতি পান অভিনেতা। এবার তাঁর প্রাপ্তির তালিকায় নয়া সংযোজন, মাদাম তুসোর মিউজিয়ামে ঠাঁই হতে চলেছে তাঁর।

গণেশ পুজোয় মাতলেন সলমন
প্রতি বছরের মতো এবারও সলমন খানের বাড়িতে এলেন গণপতী। কোলে করে মূর্তি নিয়ে এলেন তাঁর বোন অর্পিতা খান। প্রতি বছর সলমন খান নিজে হাতে আরতির ডালা হাতে তুলে পুজো করেন গণপতির। এবারও তার ব্যতিক্রম হল না। গণেশ বন্দনায় সামিল হলেন ‘ভাইজান’।

দাদাসাহেবের ফালকের বায়োপিক
ভারতের চলচ্চিত্রের জনক দাদা সাহেব ফালকের বায়োপিক নিয়ে আসতে চলেছেন অস্কারজয়ী পরিচালক এস.এস রাজামৌলি। নাম, ‘মেইড ইন ইন্ডিয়া’। পরিচালনায় থাকছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক নীতিন কক্কর। মঙ্গলবারই সকলকে চমকে দিয়ে এই খবর প্রকাশ্যে আনলেন ‘বাহুবলী’-র পরিচালক।

সেজে উঠল পরিণীতির বাড়ি
আর মাত্র তিন দিনের অপেক্ষা। সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আপ নেতা রাঘব চাড্ডা। শেষ পর্যায়ের প্রস্তুতি এখন তুঙ্গে। আলোয় সেজে উঠল পরিণীতি চোপড়ার বাড়ি। ২১ তারিখেই উদয়পুরের উদ্দেশে রওনা দেবেন জুটি।

আল্লু অর্জুনের মূর্তি
এবার মাদাম তুসোর ওয়াক্স মিউজিয়ামে গেলে তামাম সেলেবদের সঙ্গে দেখা মিলবে দক্ষিণীস্টার আল্লু অর্জুনের। ‘পুষ্পা’ ছবি মুক্তির পরই যে ঘুরে যায় তাঁর ভাগ্যের চাকা। গোটা বিশ্বজুড়ে পরিচিতি পান অভিনেতা। এবার তাঁর প্রাপ্তির তালিকায় নয়া সংযোজন, মাদাম তুসোর মিউজিয়ামে ঠাঁই হতে চলেছে তাঁর।

বাড়ি ভাঙা পড়ল দেব আনন্দের
বলিউড স্টার দেব আনন্দের জুহুর বাংলো বহুদিন আগেই বিক্রি হয়ে গিয়েছিল মোটা টাকায়। এবার সেখানেই তৈরি হতে চলেছে ২২ তলার একটি অ্যাপার্টমেন্ট। বহু স্মৃতি বিজড়িত এই বাংলাো ভাঙার খবর প্রকাশ্যে আসা মাত্রই বেশ খানিকটা আবেগঘন তাঁর ভক্তরা।

একসঙ্গে ছবি নয় কেন?
রিয়েল রাইফ এই জুটি রিল লাইফে কবে আসবেন? ভিকি কৌশল ও ক্যাটরিনা কইফকে কেন দেখা যায় না এক ছবিতে? উত্তরে ভিকি জানালেন, “আমি জানি আমাকে এবং আমার স্ত্রী ক্যাটরিনাকে নিয়ে কতখানি আলোচনা হয়। কবে একসঙ্গে একটি ছবিতে কাজ করব, তা নিয়ে প্রশ্নও রয়েছে। তবে এই চাহিদার জন্য একটি ছবি করে ফেলব, এমনটা নয়। যেটা ভাল লাগবে, সেটাই বরং বেছে নেব।”

শোকস্তব্ধ অ্যান্টনি
মর্মান্তিক খবর। দক্ষিণী অভিনেতা এবং সঙ্গীত পরিচালক বিজয় অ্যান্টনির কন্যার ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। ১৯ সেপ্টেম্বর, মঙ্গলবার সকালে ওই কিশেরীর মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত কিশোরীর নাম মীরা। দ্বাদশ শ্রেণির ওই ছাত্রীর বয়স ১৬। মাঝরাতে, ৩টে নাগাদ তাঁর শোওয়ার ঘর থেকে মৃতদেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই কিশোরী আত্মহত্যা করেছে।

এ কোন দেব?
এ কোন বেশে এবার ধরা দিলেন দেব? সাধক লুকে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করতেই আবারও চর্চায় অভিনেতা তথা সাংসদ দেব। এই লুক ‘বাঘা যতীন’ ছবি থেকে শেয়ার করেছেন তিনি। পুজোতেই মুক্তি পেতে চলেছে দেবের পরবর্তী ছবি। যেখানে বাঘা যতীনের চরিত্রে ধরা দেবেন তিনি।

বাংলার মন্দাকিনী
মন্দাকিনী, এই নাম মনে পড়লেই যা স্মৃতির পাতায় জ্বল জ্বল করে ওঠে তা হল ‘রাম তেরি গঙ্গা মইলি’ ছবির গানের দৃশ্য। এবার পাড়ার কোলে সেই ঝরনায় সাদা শাড়িতে ভিজে মন্দাকিনী সাজলেন বাংলার অভিনেত্রী শ্রীলেখা মিত্র। পোজ় দিয়ে ছবি তুলে শেয়ার করে ক্যাপশনে লিখলেন, “মন্দাকিনী না শ্রীলেখা। এখানে উঠতে আমার পা খুলে এসেছিল হাতে। কিন্তু শেষমেশ… উফ, দারুণ।”