Italy News: ইতালিতে ব্যবসা করতে প্রশাসন দিচ্ছে টাকা
জনসংখ্যা কমছে তাই উদ্বিগ্ন ইতালির প্রশাসন। নতুন বসতি স্থাপন ও ব্যবসা শুরু করার জন্য উৎসাহ দিচ্ছে ইতালি সরকার। ইতালির দক্ষিণ-পশ্চিমের ছোট্ট শহর ক্যালাব্রিয়া ও দক্ষিণে প্রেসিস। সমুদ্র তীরবর্তী দুটি শহর। এই দুই শহরে জনসংখ্যা কমে যাওয়ায় সরকার নতুন বসতি স্থাপনে উদ্যোগ নিয়েছে।
জনসংখ্যা কমছে তাই উদ্বিগ্ন ইতালির প্রশাসন। নতুন বসতি স্থাপন ও ব্যবসা শুরু করার জন্য উৎসাহ দিচ্ছে ইতালি সরকার। ইতালির দক্ষিণ-পশ্চিমের ছোট্ট শহর ক্যালাব্রিয়া ও দক্ষিণে প্রেসিস। সমুদ্র তীরবর্তী দুটি শহর। এই দুই শহরে জনসংখ্যা কমে যাওয়ায় সরকার নতুন বসতি স্থাপনে উদ্যোগ নিয়েছে। প্রশাসন নতুন বসতি স্থাপনকারীদের ২৮ হাজার ইউরো বা ২৫ লক্ষ টাকা করে দিচ্ছে। এর জন্য বেশ কিছু শর্ত পূরণ করতে হবে।
আবেদনকারীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। আবেদনকারীকে ক্যালাব্রিয়ায় একটি নতুন ব্যবসা শুরু করতে হবে। অনুমোদনের ৯০ দিনের মধ্যে বসবাস শুরু করতে হবে। কী কী সুবিধা পাবেন? ৩ বছরের মধ্যে প্রায় ২৫ লক্ষ টাকা দেবে প্রশাসন। প্রেসিসে থাকলে পাবেন ২৭ লক্ষ টাকা। ক্যালাব্রিয়ার ৭৫% অঞ্চলে, ৩২০টি সম্প্রদায় থাকলেও জনসংখ্যা ৫,০০০-এরও কম।
Published on: Nov 25, 2023 04:20 PM
Latest Videos