India vs Pakistan: চূড়ান্ত বিতর্কে নাম তুলে নিচ্ছেন ক্রিকেটাররা, বাতিল ভারত-পাকিস্তান ম্যাচ!

IND vs PAK WCL 2025: অপারেশন সিঁদুরের মধ্য দিয়ে এর যোগ্য জবাব দেয় ভারতীয় সেনা। ভারত-পাকিস্তান সম্পর্ক আরও তলানিতে। এশিয়া কাপ হবে কি না, তা নিয়েও সংশয়। কিন্তু প্রাক্তনরা কেন খেলবেন? সোশ্যাল মিডিয়ায় জোর বিতর্ক চলে।

India vs Pakistan: চূড়ান্ত বিতর্কে নাম তুলে নিচ্ছেন ক্রিকেটাররা, বাতিল ভারত-পাকিস্তান ম্যাচ!
Image Credit source: WCL

Jul 19, 2025 | 11:20 PM

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ড লিগ শুরু হয়েছে। আগামী কাল বার্মিংহ্যামে মুখোমুখি হওয়ার কথা ভারত ও পাকিস্তানের। প্রাক্তন ক্রিকেটারদের এই টুর্নামেন্টে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে তুমুল বিতর্ক। পহেলগাঁওতে জঙ্গি হানায় মৃত্যু হয়েছিল নিরীহ পর্যটকদের। পাকিস্তানের জঙ্গী সংগঠন এর দায় নিয়েছিল। অপারেশন সিঁদুরের মধ্য দিয়ে এর যোগ্য জবাব দেয় ভারতীয় সেনা। ভারত-পাকিস্তান সম্পর্ক আরও তলানিতে। এশিয়া কাপ হবে কি না, তা নিয়েও সংশয়। কিন্তু প্রাক্তনরা কেন খেলবেন? সোশ্যাল মিডিয়ায় জোর বিতর্ক চলে। সূত্রের খবর, এই ম্যাচ বাতিলের পথে।

ভারতের স্কোয়াডে প্রাক্তনদের মধ্যে শিখর ধাওয়ান, সুরেশ রায়না, ইরফান পাঠান, যুবরাজ সিং, হরভজন সিংয়ের মতো অনেক তারকা ক্রিকেটারই রয়েছেন। তেমনই পাকিস্তান টিমে শাহিদ আফ্রিদি, শোয়েব মালিক, মহম্মদ হাফিজরা। পহেলগাঁও কাণ্ডের পর ক্রিকেট মাঠে পাকিস্তানকে কার্যত বয়কটই করা হয়েছে। আইসিসি টুর্নামেন্টেও পাকিস্তানকে ভারতের গ্রুপে জায়গা দেওয়া হচ্ছে না। একমাত্র নকআউটে উঠলে নিরপেক্ষ ভেনুতে মুখোমুখি হতে পারে।

রেভস্পোর্টসের খবর অনুযায়ী, লেজেন্ড লিগে পাকিস্তানের বিরুদ্ধে খেলার বিষয়ে অনিচ্ছাপ্রকাশ করেছেন হরভজন সিং, ইরফান পাঠান, ইউসুফ পাঠানরা। সারা দেশে বিতর্কের আবহে বাকি ক্রিকেটাররাও একই সিদ্ধান্ত নেওয়ার পথে। যার জেরে বার্মিংহ্যামে ভারত-পাকিস্তান ম্যাচই ভেস্তে যাওয়ার পথে। যদিও সরকারি ভাবে এখনও অবধি ম্যাচ বাতিলের কথা জানানো হয়নি। তবে ভারতীয় ক্রিকেটাররা নাম তুলে নেওয়ার পথে। স্বাভাবিক ভাবেই ম্যাচ হওয়ার সম্ভাবনাও থাকছে না।