Shubman Gill: ‘কেকেআরের জার্সিতেই চিরকাল খেলতে চাই’, শুভমন গিল

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 25, 2021 | 1:06 PM

এ বারের রিটেনশনে কেকেআরের তালিকায় নাম ছিল না পঞ্জাব তনয় শুভমন গিলের। তবে তাঁর মনে এখনও রয়েছে বেগুনি-সোনালি জার্সিটাই।

Follow Us

নয়াদিল্লি: আইপিএলের নিলামের (IPL Auction) আগে দল তাঁকে রিটেইন করেনি। কিন্তু তাঁর মন পড়ে পুরনো দলেই। আইপিএলের (IPL) মেগা নিলামের দিকে তাঁকিয়ে রয়েছে যেমন ক্রীড়াপ্রেমীরা, তেমনই নিলামের আগে নিজেদের পছন্দের কথাও তুলে ধরছেন ক্রিকেটাররা। কথা হচ্ছে নাইটদের তরুণ ক্রিকেটার শুভমন গিলকে (Shubman Gill) নিয়ে। নিলামের আগে সোজাসাপ্টাভাবে গিল জানিয়ে দিলেন, তিনি সুযোগ পেলে চিরকাল কেকেআরের (KKR) জার্সিতেই মাঠে নামতে চান। কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) সদ্য প্রকাশিত শর্ট ফিল্ম ‘Love, Faith and Beyond’-এ এমনটাই জানিয়েছেন গিল।

এ বারের রিটেনশনে কেকেআরের তালিকায় নাম ছিল না পঞ্জাব তনয় শুভমন গিলের। তবে তাঁর মনে এখনও রয়েছে বেগুনি-সোনালি জার্সিটাই। কেকেআরের শর্ট ফিল্মে গিল বলেন, “কেকেআর ফ্রাঞ্চাইজির সঙ্গে আমার বন্ধনটা আমার কাছে সত্যিই ভীষণ স্পেশাল। একবার কোনও ফ্রাঞ্চাইজিতে যোগ দিলে সকলেই সেই ফ্রাঞ্চাইজির হয়েই আজীবন খেলা চালিয়ে যেতে চায়। যদি আমার কাছে জানতে চাওয়া হয়, তা হলে আমিও বলব এই বেগুনি-গোল্ডেন জার্সিতেই আমি আজীবন খেলতে চাই।”

তিনি আরও বলেন, “আমরা প্রতি বছর একটা দলের সেরা সতীর্থদের বা সেরা প্লেয়ারদের সঙ্গে থাকতে পারি না। আমাদের হাতে সেগুলো থাকে না। তবে আমরা যেটা করতে পারি, সেটা হল, সকলের সঙ্গে কাটানো সেরা মুহূর্তগুলোকে মনে রাখা।”

২০১৮ সালে ১.৮ কোটি টাকায় দলে নিয়েছিল কেকেআর। সে বার ১৩ ম্যাচে ২০৩ রান করেছিলেন তিনি। তখন তাঁর স্ট্রাইক-রেট
ছিল ১৪৬.০৪। কিন্তু তার পরে শুভমনের খেলায় ছন্দপতন হতে থাকে। এখনও পর্যন্ত তিনি ৫৮ ম্যাচে কেকেআরের হয়ে ১৪১৭ রান করেছেন।

কেকেআরের পক্ষ থেকে ১১ মিনিটের যে শর্ট ফিল্মটি প্রকাশ করা হয়েছে, তাতে ফ্র্যাঞ্চাইজি তাদের সেরা প্রতিভাবান ক্রিকেটারদের প্রতি সম্মান জানানো হয়েছে।

আরও পড়ুন: Merry Christmas 2021: ক্রিসমাসের আমেজে রোনাল্ডো-সুয়ারেজরা, দেখুন ছবিতে

নয়াদিল্লি: আইপিএলের নিলামের (IPL Auction) আগে দল তাঁকে রিটেইন করেনি। কিন্তু তাঁর মন পড়ে পুরনো দলেই। আইপিএলের (IPL) মেগা নিলামের দিকে তাঁকিয়ে রয়েছে যেমন ক্রীড়াপ্রেমীরা, তেমনই নিলামের আগে নিজেদের পছন্দের কথাও তুলে ধরছেন ক্রিকেটাররা। কথা হচ্ছে নাইটদের তরুণ ক্রিকেটার শুভমন গিলকে (Shubman Gill) নিয়ে। নিলামের আগে সোজাসাপ্টাভাবে গিল জানিয়ে দিলেন, তিনি সুযোগ পেলে চিরকাল কেকেআরের (KKR) জার্সিতেই মাঠে নামতে চান। কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) সদ্য প্রকাশিত শর্ট ফিল্ম ‘Love, Faith and Beyond’-এ এমনটাই জানিয়েছেন গিল।

এ বারের রিটেনশনে কেকেআরের তালিকায় নাম ছিল না পঞ্জাব তনয় শুভমন গিলের। তবে তাঁর মনে এখনও রয়েছে বেগুনি-সোনালি জার্সিটাই। কেকেআরের শর্ট ফিল্মে গিল বলেন, “কেকেআর ফ্রাঞ্চাইজির সঙ্গে আমার বন্ধনটা আমার কাছে সত্যিই ভীষণ স্পেশাল। একবার কোনও ফ্রাঞ্চাইজিতে যোগ দিলে সকলেই সেই ফ্রাঞ্চাইজির হয়েই আজীবন খেলা চালিয়ে যেতে চায়। যদি আমার কাছে জানতে চাওয়া হয়, তা হলে আমিও বলব এই বেগুনি-গোল্ডেন জার্সিতেই আমি আজীবন খেলতে চাই।”

তিনি আরও বলেন, “আমরা প্রতি বছর একটা দলের সেরা সতীর্থদের বা সেরা প্লেয়ারদের সঙ্গে থাকতে পারি না। আমাদের হাতে সেগুলো থাকে না। তবে আমরা যেটা করতে পারি, সেটা হল, সকলের সঙ্গে কাটানো সেরা মুহূর্তগুলোকে মনে রাখা।”

২০১৮ সালে ১.৮ কোটি টাকায় দলে নিয়েছিল কেকেআর। সে বার ১৩ ম্যাচে ২০৩ রান করেছিলেন তিনি। তখন তাঁর স্ট্রাইক-রেট
ছিল ১৪৬.০৪। কিন্তু তার পরে শুভমনের খেলায় ছন্দপতন হতে থাকে। এখনও পর্যন্ত তিনি ৫৮ ম্যাচে কেকেআরের হয়ে ১৪১৭ রান করেছেন।

কেকেআরের পক্ষ থেকে ১১ মিনিটের যে শর্ট ফিল্মটি প্রকাশ করা হয়েছে, তাতে ফ্র্যাঞ্চাইজি তাদের সেরা প্রতিভাবান ক্রিকেটারদের প্রতি সম্মান জানানো হয়েছে।

আরও পড়ুন: Merry Christmas 2021: ক্রিসমাসের আমেজে রোনাল্ডো-সুয়ারেজরা, দেখুন ছবিতে

Next Article