Mohammed Siraj: সিরাজের জন্য চিন্তা হচ্ছিল… বিস্ফোরক ঝামেলার রেশ টেনে কে বললেন এমন কথা?

অভিষেক সেনগুপ্ত | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 11, 2024 | 2:00 PM

IND vs AUS, BGT: দিন-রাতের টেস্টে ভারতের হারের মতোই আলোচনা থামেনি ট্রাভিস হেডের সঙ্গে মহম্মদ সিরাজের ঝামেলার। হেড আউট হওয়ার পর সিরাজের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটার। দু'জনকেই শাস্তি দিয়েছে আইসিসি।

Mohammed Siraj: সিরাজের জন্য চিন্তা হচ্ছিল... বিস্ফোরক ঝামেলার রেশ টেনে কে বললেন এমন কথা?
Mohammed Siraj: সিরাজের জন্য চিন্তা হচ্ছিল... বিস্ফোরক ঝামেলার রেশ টেনে কে বললেন এমন কথা?
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: অ্যাডিলেড টেস্টে ভরাজুবি হয়েছে ভারতের। পারথ টেস্টে জঘন্য হেরেও প্রবল ভাবে ফিরে এসেছে অস্ট্রেলিয়া। আর তা সম্ভব হয়েছে ট্রাভিস হেডের জন্য। ১৪০ রানের অনবদ্য ইনিংস খেলেছেন। যা ফারাক গড়ে দিয়েছে দুই দলের মধ্যে। দিন-রাতের টেস্টে ভারতের হারের মতোই আলোচনা থামেনি ট্রাভিস হেডের সঙ্গে মহম্মদ সিরাজের (Mohammed Siraj) ঝামেলার। হেড আউট হওয়ার পর সিরাজের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটার। দু’জনকেই শাস্তি দিয়েছে আইসিসি। ১ ডেমেরিট পয়েন্টে পেয়েছেন হেড-সিরাজ। তবে ভারতীয় পেসারের ২০ শতাংশ ম্যাচ ফিও কাটা গিয়েছে। ওই ঘটনা নিয়ে এ বার মুখ খুললেন রিকি পন্টিং। সিরাজকে নিয়ে চিন্তা হচ্ছিল তাঁর, তাও তুলে ধরেছেন।

পন্টিং কমেন্ট্রি করছেন এই সিরিজে। প্রথম ইনিংসের ৮২তম ওভারে ধারাভাষ্য দিচ্ছিলেন পন্টিং। তখনই ঘটেছিল ঘটনাটা। পন্টিং বলেছেন, ‘আমার মনে হয়, ওটা একটা দুর্ঘটনাই। কোনও রকম রাগ-বিদ্বেষ থেকে ঘটেনি। আগের বলেই সিরাজ ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়্যার দিয়ে ছয় খেলেছিল। স্বাভাবিক ভাবেই সিরাজ খুশি ছিল না। পরের বলেই নিখুঁত ইয়র্কারে বোল্ড হয়ে গিয়েছিল হেড। আউট হয়ে হেড কিন্তু সিরাজকে বলেছিল, ওয়েল বোল্ড। যা নিতে পারেনি সিরাজ। পেস বোলাররা এমন ভাবেই প্রতিক্রিয়া দেয়। রোহিতও সেটা জানে। বিশেষ করে যখন পেসাররা চাপের মুহূর্তে যখন উইকেট পায়, তখন এ ভাবেই প্রতিক্রিয়া দেয়। এটা এমন কিছু বড় ব্যাপার নয়।’

এই খবরটিও পড়ুন

তার পরই পন্টিং বলেছেন, ‘আমি সেই সময় কমেন্ট্রি বক্সে ছিলাম। আমি যখন ঘটনাটা দেখলাম, তখনই চিন্তা হচ্ছিল সিরাজের জন্য। কারণ, এই সমস্ত ক্ষেত্রে আম্পায়ার কী করে, খুব ভালো করে জানি।’ একই সঙ্গে তিনি বলে দিয়েছেন, ‘পরে ব্যাপারটা মিটিয়ে নিয়েছিল ওরা। সিরাজ যখন ব্যাট করতে এল, তখন হেডের সঙ্গে কথাও বলেছিল। ম্যাচ শেষ হওয়ার পর ওদের হাত মেলাতেও দেখা গিয়েছিল। কেন ঘটনাটা ঘটেছিল, তা নিয়ে ওরা আলোচনাও করেছিল।’

Next Article