
কলকাতা: কলকাতায় বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) খেলতে এসেই বিস্ফোরক মহম্মদ সামি (Mohammed Shami)। ভারতীয় ক্রিকেট দলের নির্বাচক প্রধান অজিত আগরকরকে (Ajit Agarkar) একহাত ভারতীয় পেসারের। জাতীয় দলে ব্রাত্য মহম্মদ সামি। ভারতের দল বাছাইয়ের সময় নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর বলেছিলেন সামির ব্যাপারে তাঁর কাছে কোনও আপডেট নেই।
নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকরকে একহাত নিয়ে সামির সোজাসাপটা বক্তব্য, ‘আপডেট থাকতে গেলে আপডেট চাইতে হবে। আমার কাজ আপডেট দেওয়া নয়। এনসিএ-তে রিহ্যাবে ছিলাম। সেখান থেকেও খবর পাওয়া যায়। আমি ফিট বলেই এখানে খেলতে এসেছি। চারদিনের ম্যাচ যখন খেলতে পারছি, তখন ৫০ ওভারও খেলার জন্য তৈরি।’
রঞ্জি ট্রফিতে এ বার শুরু থেকেই পূর্ণশক্তির দল নিয়ে ঝাঁপাচ্ছে বাংলা। ৩৬ বছর রঞ্জি ট্রফি জেতেনি। চাকা ঘোরাতে অঙ্গীকারবদ্ধ লক্ষ্মীরতন শুক্লার ছেলেরা। সামি-আকাশদীপ জুটিতে ভর করেই উত্তরাখণ্ড বধের ছক কষছে বঙ্গব্রিগেড।
বোলিং বিভাগই বাংলার অন্যতম শক্তিশালী জায়গা। সামি, আকাশদীপ, ঈশান পোড়েল, সুরজ সিন্ধু জয়সওয়াল চার পেসারেই দল সাজানোর ভাবনা। স্পিনার অলরাউন্ডার হিসেবে খেলতে পারেন বিশাল ভাটি। বিপক্ষ শিবিরে বাঁ-হাতি স্পিনার জগদীশা সুচিথ ছাড়া নামজাদা কোনও ক্রিকেটার নেই। ব্যাটিং বিভাগে দলনায়ক অভিমন্যু ঈশ্বরন, অভিষেক পোড়েল, অভিজ্ঞ সুদীপ চট্টোপাধ্যায়, অনুষ্টুপ মজুমদাররাই ভরসার মুখ।