NZ vs BAN: মুসফিকুরদের গলায় ‘আমরা করব জয়’
প্রথম টেস্ট জিতেই ড্রেসিংরুমে সেলিব্রেশন বাংলাদেশ ক্রিকেট দলের। ঐতিহাসিক টেস্ট জয়ের পর ড্রেসিংরুমে মুসফিকুরদের গলায় 'আমরা করব জয়'। বাংলা গানে গমগম করছে মাউন্ট মৌঙ্গানুইয়ের ড্রেসিংরুম। যে জমজমাট সেলিব্রেশনের শুরুটা করেন মুসফিকুর রহিম (Musfiqur Rahim)।
মাউন্ট মৌঙ্গানুই: ‘আমরা করব জয়, আমরা করব জয় একদিন। বুকের গভীরে আছে প্রত্যয়। আমরা করব জয় একদিন।’ নিউজিল্যান্ডের (New Zealand) মাটিতে প্রথম টেস্ট জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। বিশ্বের প্রাক্তন এক নম্বরদের ৮ উইকেটে হারিয়ে অনন্য নজির গড়েছেন মোমিনুল হকরা (Mominul Haque)।
প্রথম টেস্ট জিতেই ড্রেসিংরুমে সেলিব্রেশন বাংলাদেশ ক্রিকেট দলের। ঐতিহাসিক টেস্ট জয়ের পর ড্রেসিংরুমে মুসফিকুরদের গলায় ‘আমরা করব জয়’। বাংলা গানে গমগম করছে মাউন্ট মৌঙ্গানুইয়ের ড্রেসিংরুম। যে জমজমাট সেলিব্রেশনের শুরুটা করেন মুসফিকুর রহিম (Musfiqur Rahim)।
Bangladesh Team dressing room celebrations following the historic win at Mount Maunganui.#BCB #cricket #BANvsNZ pic.twitter.com/78pGFQ30wP
— Bangladesh Cricket (@BCBtigers) January 5, 2022
৫ বছর আগে ঘরের মাঠে শেষ কোনও টেস্ট হারে নিউজিল্যান্ড। ২০১৭ সালের পর দেশের মাঠে আর কোনও টেস্টই হারেনি কিউয়িরা। ১৭ টেস্ট পর থামল তাদের অপরাজিত রেকর্ড। এই জয়ের পর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে এক লাফে ৫ নম্বরে উঠে এল বাংলাদেশ। নিউজিল্যান্ড নেমে গেল সাত নম্বরে।
আরও পড়ুন: NZ vs BAN: টেস্টে নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিহাস বাংলাদেশের