
শীতকালে আবার ঠান্ডা জলে স্নান হয় নাকি! যদিও অনেকেই আছেন, যতই শীত আসুক, তাদের কাবু করতে পারেন না। কিন্তু তাদের মধ্যে যারা একটু শীতকাতুরে, তাদের তো পুরো শীতকালটাই গরম হলে কেটে যায়। ফলে গিজ়ার অবধারিত। কতই বা বার বার গ্যাস জ্বালিয়ে গরম জল করতে ইচ্ছে করে বলুন তো! তবে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, বৈদ্যুতিক গিজ়ার ভাল নাকি গ্যাস গিজ়ার? বাজারে কিন্তু এখন বৈদ্যুতিক গিজ়ারের সঙ্গে পাল্লা দিয়ে প্রচুর গ্যাস গিজ়ারও বিকচ্ছে। গ্যাস গিজ়ার সম্পর্কে জানেন না, এমন অনেকেই আছে। আসলে এটি এমন ধরনের গিজ়ার, যা চালাতে আপনার বিদ্যুতের প্রয়োজন নেই। ফলে বিদ্যুৎ বিল বেড়ে যাওয়ারও চিন্তা নেই। কিন্তু গ্যাস গিজ়ার এবং বৈদ্যুতিক গিজ়ারের মধ্যে কোনটি ভাল, তা জেনে নিন। এখানে আপনাকে এই উভয় গিজারের অসুবিধা এবং সুবিধার কথাও জানানো হবে।
বৈদ্যুতিক এবং গ্যাস গিজ়ার উভয়েরই সুবিধা এবং অসুবিধা রয়েছে। তবে কোন গিজারটি আপনার জন্য সবচেয়ে ভাল হবে তা নির্ভর করে আপনার চাহিদা ও বাজেটের ওপর।
বৈদ্যুতিক গিজ়ারের সুবিধা:
বৈদ্যুতিক গিজ়ারের অসুবিধা:
এত গেল বৈদ্যুতিক গিজ়ারের সুবিধা, অসুবিধার কথা। এবার আসা যাক গ্যাস গিজ়ারের সুবিধা ও অসুবিধায়।
গ্যাস গিজ়ারের সুবিধা:
গ্যাস গিজ়ারের অসুবিধা: