Realme C53 স্মার্টফোনে অবিশ্বাস্য ছাড়, দুর্দান্ত ফিচারের সঙ্গে একের পর এক অফার

Realme C53 Smartphone: আপনি যদি Flipkart থেকে এই ফোন কেনেন, তাহলে অনেক টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। এই ফোনে আপনি অনেক ফিচার পাবেন। এছাড়াও, এর দামও বেশ কম এবং এখন ডিসকাউন্ট অফারের পরে, আপনি অনেক কম দামে এই ফোনটি কিনতে পারবেন।

Realme C53 স্মার্টফোনে অবিশ্বাস্য ছাড়, দুর্দান্ত ফিচারের সঙ্গে একের পর এক অফার

Feb 27, 2024 | 6:00 PM

নতুন একটি ফোন কেনার প্ল্যান করছেন? কিন্তু অনলাইনে এখন কোনও সেল না থাকায় কিনেই উঠতে পারছেন না। কিন্তু আপনি চাইলেই Flipkart থেকে অনেক কম দামে ফোন কিনে ফেলতে পারেন। Realme-এর একটি স্মার্টফোনের দাম অনেকটাই কমেছে। ফলে আপনি যদি Flipkart থেকে এই ফোন কেনেন, তাহলে অনেক টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। এই ফোনে আপনি অনেক ফিচার পাবেন। এছাড়াও, এর দামও বেশ কম এবং এখন ডিসকাউন্ট অফারের পরে, আপনি অনেক কম দামে এই ফোনটি কিনতে পারবেন।

Realme C53-এর দাম কত?

আপনি Flipkart থেকে Realme C53 (64GB + 6GB RAM) অর্ডার করতে পারেন। এই ফোনের আসল দাম 12,999 টাকা। Flipkart এই ফোনটি 30% পর্যন্ত কম দামে দিচ্ছে। এছাড়াও, আপনি এতে অনেক ব্যাঙ্ক অফারও পাচ্ছেন। UPI-এর মাধ্যমে পেমেন্ট করলে আপনি সরাসরি 1,000 টাকা ছাড় পেয়ে যাবেন। Flipkart Axis Bank থেকে 5% ছাড় পাওয়া যাচ্ছে।

রয়েছে আরও অনেক অফার…

এই ফোনে 1 বছরের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে। অ্যাক্সেসরিস-এ 6 মাসের আলাদা ওয়ারেন্টি পাবেন। যদিও আপনি এতে এক্সচেঞ্জ অফার পাবেন না। এতে রয়েছে 6GB RAM এবং 64GB স্টোরেজ। এবার এই ফোনের স্পেসিফিকেশন দেখে নিন।

ফিচার ও স্পেসিফিকেশন:

এতে একটি 6.74 ইঞ্চি HD ডিসপ্লে রয়েছে। 108MP+2MP ক্যামেরাও দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি একটি ভাল প্রাইমারি ক্যামেরা পাবেন, সেই নিয়ে আর কোনও সন্দেহ থাকছে না। 8MP ফ্রন্ট ক্যামেরার কারণে, আপনি সেলফি এবং ছোট ভিডিয়ো শুট করতে কোনও সমস্যায় পড়বেন না। 5 হাজার mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। T612 প্রসেসরের কারনে ভাল স্পিড পাবেন। ফলে অনেকগুলো কাজ একসঙ্গে করতে পারবেন বলেই দাবি কোম্পানির।