Malda: গঙ্গা গিলেছিল ঘর-বাড়ি সব, ৪ বছর পর বাড়ি তে দূরের কথা, জোটেনি ত্রিপলটুকুও

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Nov 12, 2024 | 5:42 PM

নেই মাথা গোঁজার ঠাঁই, দুবেলার খাবারটাও জোটে কোনওরকমে। এমনকি চারদিকে পানীয়জলেরও হাহাকার। এহেন পরিস্থিতিতে যে প্রশাসনকে পাশে পাওয়ার আশা ছিল, সেই প্রশাসনের দিকেই আঙুল তুলছেন স্থানীয়রা।

মালদহ: মালদহর কালিয়াচক ৩ নম্বর বীরনগর ১ গ্রামপঞ্চায়েতের বহু গ্রাম গঙ্গাভাঙনের শিকার। একটু একটু করে গঙ্গা গিলে নিচ্ছে চাষের জমি থেকে বসতবাড়ি। চার বছর আগে এই এলাকার প্রায় ৩৪০টি পরিবার ভাঙনের ফলে সর্বহারা হয়ে যায়। সময় এগোলেও এই সর্বহারাদের পরিস্থিতি আজও এতটুকু বদলায়নি। নেই মাথা গোঁজার ঠাঁই, দুবেলার খাবারটাও জোটে কোনওরকমে। এমনকি চারদিকে পানীয়জলেরও হাহাকার। এহেন পরিস্থিতিতে যে প্রশাসনকে পাশে পাওয়ার আশা ছিল, সেই প্রশাসনের দিকেই আঙুল তুলছেন স্থানীয়রা। গঙ্গা ভাঙন অ্যাকশন কমিটির সম্পাদক আবদুল্লা মসলুদ্দিনের কথায়, ডিএমের কাছে মাথা গোঁজার জন্য ত্রিপলের আবদেন করা হলেও সেখান থেকে নিরাশ হয়ে ফিরতে হয় তাঁদের। ডিএমের কথায় ত্রিপলের জন্য দ্বারস্থ হতে হবে বিডিও সাহেবের।
ইতিমধ্যেই এই ত্রিপল বিতর্ক নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শাসকদলের পক্ষ থেকে হত-দরিদ্রদের কোনওরকমের সাহায্যই করা হচ্ছে না, অভিযোগ স্থানীয় বিজেপি নেতার। যদিও এই অভিযোগের পাল্টা জবাব তৃণমূলেরও। গ্রামবাসীরা সব সুবিধাই পাচ্ছে, বিরোধীরা যা করছে তা নেহাতই অপপ্রচার, সব অভিযোগ উড়িয়ে সরব শাসকদলের প্রতিনিধিরা। যদিও স্থানীয়দের অসহায় আর্তি, মাথা গোঁজার জন্য দাঁড়াতে হচ্ছে অন্যদের দুয়ারে, ত্রিপলটুকু পেলে অন্তত কিছু একটা করা যেত…।