Aditya Roy Kapur Girlfriends: ৮ সুন্দরী অনন্যার আগে আদিত্যর প্রেমে পড়েন

| Edited By: Tapasi Dutta

Oct 08, 2023 | 8:06 PM

Bollywood Gossip: অনন্যা পান্ডের সঙ্গে ডেট করছেন বলিউডের হ্যান্ডসাম হাঙ্ক আদিত্য রায় কাপুর। বলিউডের 'ডিম্পল বয়ের' সঙ্গে এর আগে ৮ জন নায়িকার প্রেমের গুঞ্জন শোনা যায়।

অনন্যা পান্ডের সঙ্গে ডেট করছেন বলিউডের হ্যান্ডসাম হাঙ্ক আদিত্য রায় কাপুর। বলিউডের ‘ডিম্পল বয়ের’ সঙ্গে এর আগে ৮ জন নায়িকার প্রেমের গুঞ্জন শোনা যায়। অহনা দেওলের সঙ্গে ৪ বছরের প্রেম ছিল আদিত্যর। সঞ্জয় লীলা ভনশালির সেটে হেমা মালিনীর মেয়ে অহনার সঙ্গে পরিচয় আদিত্যর। সুশান্ত রাজপুতের গার্ল ফ্রেন্ড রিয়া চক্রবর্তীর সঙ্গে ২০১২ থেকে ২০১৪ পর্যন্ত সম্পর্কে ছিলেন আদিত্য। আদিত্য সম্পর্কে ছিলেন মারিয়ানা মুকুচ্যানের সঙ্গে। মারিয়ানা একজন মেকআপ শিল্পী।

‘আশিকি ২’ এর শুটিং চলাকালীন নাকি প্রেমে পড়েন শ্রদ্ধা কাপুর ও আদিত্য। তাঁদের প্রেমের মুচমুচে খবর রটে। ক্যাটরিনা কাইফের সঙ্গেও নাম জড়ায় আদিত্য রায় কাপুরের। নিধি আগরওয়ালকে জিম থেকে ক্যাফেতে দেখা যেত আদিত্য রায় কাপুরকে। সোনাক্ষী সিনহাও পড়েন আদিত্যর প্রেমে। কলঙ্ক ফ্লপ হলেও তাঁদের সম্পর্ক হিট ছিল। দিব্যা ধাওয়ানের সঙ্গেও সম্পর্ক ছিল আদিত্যর। তাঁর সঙ্গে আদিত্যর ব্রেক আপ হয় সোনাক্ষীর অনুপ্রবেশে। সুপার মডেল দিব্যা মেনে নিতে পারেননি তাঁদের সম্পর্কে সোনাক্ষীকে।