Kundru Vegetable in Bihar: সবজি চাষে আয় বছরে ২৫ লাখ

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Oct 08, 2023 | 4:00 PM

সবজি বিক্রি করে লাখ লাখ টাকা আয়? কি ভাবছেন মস্করা? বছরে ২৫ লক্ষ টাকা আয় করেছেন একজন কৃষক। শুধুমাত্র একটি সবজি বিক্রি করেই। বিহারের মুজাফফরপুরের রাজু কুমার চৌধুরী। চাখেলাল গ্রামে তিনি এই চাষ করেন। কুন্দরি বিক্রি করে এমন আয় তাঁর। মাত্র ১ একর জমিতে তিনি ফলিয়েছেন কুন্দরি।

Follow Us

সবজি বিক্রি করে লাখ লাখ টাকা আয়? কি ভাবছেন মস্করা? বছরে ২৫ লক্ষ টাকা আয় করেছেন একজন কৃষক। শুধুমাত্র একটি সবজি বিক্রি করেই। বিহারের মুজাফফরপুরের রাজু কুমার চৌধুরী। চাখেলাল গ্রামে তিনি এই চাষ করেন। কুন্দরি বিক্রি করে এমন আয় তাঁর। মাত্র ১ একর জমিতে তিনি ফলিয়েছেন কুন্দরি। ১০ মাস ফসল ফলেছে। ফসল ফলেছে ডিসেম্বর জানুয়ারি থেকে। তাতেই এই বিপুল লাভ।

এই চাষের খরচ অনেকটাই কম। পশ্চিমবঙ্গ থেকে বীজ এনে ১ একর জমিতে বুনেছেন রাজু। পশ্চিমবঙ্গের কুন্দরির মান ভাল। ১ হেক্টর জমিতে ১ কুইন্টালেরও বেশি কুন্দরি ফলে। আর তাতেই আয় হয় বছরে ২০ থেকে ২৫ লক্ষ টাকা। ওই কৃষক রাজু কুমার চৌধুরী জানাচ্ছেন চিরাচরিত চাষের থেকে কুন্দরি চাষ বেশ কিছুটা লাভ জনক। আর তাঁর ফলেই এই সাফল্য এসেছে তাঁর।

সবজি বিক্রি করে লাখ লাখ টাকা আয়? কি ভাবছেন মস্করা? বছরে ২৫ লক্ষ টাকা আয় করেছেন একজন কৃষক। শুধুমাত্র একটি সবজি বিক্রি করেই। বিহারের মুজাফফরপুরের রাজু কুমার চৌধুরী। চাখেলাল গ্রামে তিনি এই চাষ করেন। কুন্দরি বিক্রি করে এমন আয় তাঁর। মাত্র ১ একর জমিতে তিনি ফলিয়েছেন কুন্দরি। ১০ মাস ফসল ফলেছে। ফসল ফলেছে ডিসেম্বর জানুয়ারি থেকে। তাতেই এই বিপুল লাভ।

এই চাষের খরচ অনেকটাই কম। পশ্চিমবঙ্গ থেকে বীজ এনে ১ একর জমিতে বুনেছেন রাজু। পশ্চিমবঙ্গের কুন্দরির মান ভাল। ১ হেক্টর জমিতে ১ কুইন্টালেরও বেশি কুন্দরি ফলে। আর তাতেই আয় হয় বছরে ২০ থেকে ২৫ লক্ষ টাকা। ওই কৃষক রাজু কুমার চৌধুরী জানাচ্ছেন চিরাচরিত চাষের থেকে কুন্দরি চাষ বেশ কিছুটা লাভ জনক। আর তাঁর ফলেই এই সাফল্য এসেছে তাঁর।

Next Video