West Bengal Police: পুলিশই এবার দেবে রাস্তায় মার্কিং!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Nov 01, 2023 | 8:05 PM

Balurghat News: পথ দুর্ঘটনা কমাতে রোড মার্কিন খুব প্রয়োজন। তবে রোড মার্কিং এর ক্ষেত্রে জেলায় সেভাবে কোন প্রশিক্ষিত পুলিশকর্মী নেই। জেলা পুলিশের পক্ষ থেকে এদিন বালুরঘাট থানা মোড়ে একটি রোড মার্কিং প্রদর্শনের ব্যবস্থা করা হয়।

বালুরঘাট, ১ নভেম্বর: পথ নিরাপত্তার জন্য শহর সহ বিভিন্ন রাস্তায় রোড মার্কিং দাগ দেওয়া হয়। বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় সে রোড মার্কিং দাগ গুলো অস্পষ্ট হয়ে যাচ্ছে। এর ফলে সাধারণ মানুষ থেকে পথ চলতি মানুষদের রাস্তায় চলাচল করতে সমস্যায় পড়তে হয়৷ আবার এর ফলে মাঝে মধ্যেই ঘটে দুর্ঘটনা। তাই পথ দুর্ঘটনা কমাতে রোড মার্কিন খুব প্রয়োজন। তবে রোড মার্কিং এর ক্ষেত্রে জেলায় সেভাবে কোনও প্রশিক্ষিত পুলিশকর্মী নেই। জেলা পুলিশের পক্ষ থেকে এদিন বালুরঘাট থানা মোড়ে একটি রোড মার্কিং প্রদর্শনের ব্যবস্থা করা হয়। যেখানে উপস্থিত ছিলেন ডিএসপি ট্রাফিক বিল্বমঙ্গল সাহা, বালুরঘাট ট্রাফিক ওসি বৃতিসুন্দর সাহা সহ অন্যান্য পুলিশ কর্মীরা। বুধবার দুপুরে প্রদর্শনের মাধ্যমে সংস্থার পক্ষ থেকে পুলিশ কর্মীদের কীভাবে রোড মার্কিং করতে হয় তা শিখিয়ে দেওয়া হয়। অত্যাধুনিক মেশিনের সাহায্যে এই রোড মার্কিং করা হচ্ছে। এর ফলে আগামী দিনে পুলিশ কর্মীরা নিজেরাই এই দাগ দিতে পারবে।