Dev: আবারও পর্দায় ‘ব্যোমকেশ’ রূপে দেব?

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Aug 13, 2023 | 10:57 PM

বিরসা দাশগুপ্ত পরিচালিত 'ব্যোমকেশ ও দুর্গরহস্য' ছবি মুক্তি পেয়েছে। ছবির ব্যোমকেশ দেব এর আগে বলেছিলেন, কিছুতেই দ্বিতীয় বার ব্যোমকেশে অভিনয় করবেন না তিনি। তবে এবার তাঁরই মুখে উল্টো সুর। তাঁর কথায়, "ডিম্যান্ড থাকলে সাপ্লাই থাকবেই"।

অসুস্থ অপর্ণা সেন

অসুস্থ বর্ষীয়ান অভিনেত্রী ও পরিচালক অপর্ণা সেন। এক অনুষ্ঠানে শনিবার তাঁর যোগ দেওয়ার কথা থাকলেও তিনি আসতে পারেননি। অভিনেত্রী জানিয়েছেন, বেশ কিছু দিন ধরেই বিছানা থেকে উঠলেই মাথা ঘুরছে তাঁর। প্রেসার ফল করছে। ভাইরাল জ্বরে ভুগছেন তিনি।

 

দেবের মুখে উল্টো সুর

বিরসা দাশগুপ্ত পরিচালিত ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’ ছবি মুক্তি পেয়েছে। ছবির ব্যোমকেশ দেব এর আগে বলেছিলেন, কিছুতেই দ্বিতীয় বার ব্যোমকেশে অভিনয় করবেন না তিনি। তবে এবার তাঁরই মুখে উল্টো সুর। তাঁর কথায়, “ডিম্যান্ড থাকলে সাপ্লাই থাকবেই”।

 

ইগোর লড়াই নিয়ে অকপট সোহিনী

সম্প্রতি একাধিক কারণে খবরের শিরোনাম দখল করেছেন অভিনেত্রী সোহিনী সরকার। নাম উঠে এসেছে তৃণা সাহার সঙ্গে বচসাকে কেন্দ্র করে। শোনা গিয়েছে জিতু কামালের সঙ্গে মতবিরোধ হয়েছে তাঁর। বারংবার ঝামেলা নিয়ে তাঁর পাল্টা প্রশ্ন, “আচ্ছা বলুন তো অহংবোধ কিংবা আত্মমর্যাদাবোধ কার নেই? জীবনে সমস্যা কার নেই?”

 

 

শ্রীদেবীর জন্মদিন

আজ অর্থাৎ রবিবার ভারতের প্রথম মহিলা সুপারস্টার শ্রীদেবীর জন্মদিন। জীবিত থাকলে ৬০ বছর পূর্ণ হত তাঁর। তাঁর জন্মদিন উপলক্ষে সকাল থেকেই সামাজিক মাধ্যমে শুভেচ্ছা বার্তা। মেয়ে জাহ্নবী কাপুরও শেয়ার করেছেন এক অদেখা ছবি। গুগলের তরফে বিশেষ ডুডলের মাধ্যমে শ্রীদেবীকে জানানো হয়েছে শ্রদ্ধা।

 

 

রণবীরের সঙ্গে ঋষির দূরত্ব

 

আত্মজীবনী ‘খুল্লাম খুল্লা’তে জীবনের অনেক সিক্রেট ফাঁস করেছেন ঋষি। সেখানেই উঠে এসেছে তাঁর সঙ্গে রণবীরের সম্পর্ক। এক আফসোস নিয়েই প্রয়াত হন ঋষি। বইয়ে তিনি লেখেন, “ওর আর আমার এক দূরত্ব রয়েছে। আমি ওকে অনুভব করতে পারি না। সারাজীবন ওর বাবাই হয়ে রয়ে গেলাম। বন্ধু হওয়া হল না।”

স্বজন হারা অঙ্কিতা

টেলিভিশনের জনপ্রিয় মুখ অঙ্কিতা লোখন্ডের পরিবারের দুঃখের আবহ। প্রয়াত হলেন তাঁর বাবা শশীকান্ত লোখন্ডে। বয়স হয়েছিল ৬৮ বছর। রবিবার সকালে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। বাবার শেষযাত্রায় কাঁধ দিতে দেখা দিতে দেখা গিয়েছে অঙ্কিতাকে। পাশে ছিলেন স্বামী ভিকি জৈনও।

 

অনুরাগের উপলব্ধি

বেশ কয়েক বছর আগে বলিউডকে চিরবিদায় জানাতে চেয়েছিলেন অনুরাগ কাশ্যপ। দক্ষিণী ছবির দুনিয়া থেকেও এসেছিল নানা অফার। কিন্তু তা সত্ত্বেও ছেড়ে যেতে পারেননি তিনি। কেন জানেন? অনুরাগ জানিয়েছেন, অন্য ভাষায় ছবি তৈরির কথা ভাবতে গিয়ে তিনি উপলব্ধি করেন, হিন্দি ভাষা ও সেই সংস্কৃতিতে তাঁর যতটা দখল—অন্যান্য কোনও ভাষায় আর নেই। সে কারণেই এই সিদ্ধান্ত।

চোট পেলেন বরুণ

শুটিং সেটে চোট পেলেন অভিনেতা বরুণ ধাওয়ান। সম্প্রতি এক ছবির শ্যুটিং শুরু করেছেন অভিনেতা। ছবিটির পরিচালক ‘জওয়ান খ্যাত’ অ্যাটলি। ওই ছবি শুরু হতে না হতেই আহত তিনি। যদিও বরুণের বক্তব্য, “কষ্ট না করলে কেষ্ট মিলবে না।”

 

ছেলেকে নিয়ে গর্বিত নন পঙ্কজের বাবা

ছেলে ওটিটির রাজা। অথচ তাঁকে নিয়ে একটুকুও গর্বিত নন, সম্প্রতি এমনই দাবি পঙ্কজ ত্রিপাঠির। তাঁর কথায়, “আমার কৃতিত্বে বাবা খুব একটা খুশি নন। বাবা এখনও জানেন না আমি সিনেমাতে ঠিক কী করি। সিনেমা হল ভিতর থেকে দেখতে কেমন হয় সে বিষয়েও এখনও পর্যন্ত বাবার কোনও ধারণা নেই। মাঝেমধ্যে টিভি অথবা কম্পিউটারে তিনি আমার কাজ দেখেন। তাও যদি সেটি অন্য কেউ তাঁকে দেখায় তবেই দেখেন তিনি।”