Ambassador Car News: আবার কী বাজারে আসব অ্যাম্বাসাডর?
এই গাড়ি একসময় চড়তেন প্রয়াত প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী। চড়তেন রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতি বসুও। মুখ্যমন্ত্রী থাকাকালীন চড়তেন বুদ্ধদেব ভট্টাচার্যও। সেই অ্যাম্বাসাডর গাড়ির খুঁটিনাটি।
বছর ঘুরলেই সিনেমা হলে মুক্তি পাবে প্রয়াত প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে নিয়ে ফিল্ম ‘ম্যায় অটল হুঁ’। তার আগে অটলবিহারী বাজপেয়ীকে নিয়ে এক চমকপ্রদ তথ্য। যা অবাক করবে আপনাকে। অটলবিহারী হলেন দেশের শেষ প্রধানমন্ত্রী যিনি অ্যাম্বাসাডর চেপে ঘুরতেন। তার পরবর্তীতে দেশের কোনও প্রধানমন্ত্রীকেই অ্যাম্বাসাডর চেপে ঘুরতে দেখা যায়নি।২০০৪ সালে বাজপেয়ী যখন লখনউ থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করেছিলেন,তখনও ছিল সাধের অ্যাম্বাসাডরটি। ভারতের এই গাড়ির ইতিহাস কম নয়।
এ রাজ্যে জ্যোতি বসু থেকে বুদ্ধদেব ভট্টাচার্য, এমনকি বাম আমলের মন্ত্রী-আমলাদের যাতায়াতের ভরসা ছিল এক ও একমাত্র এই অ্যাম্বাসাডর গাড়িটিই। কীা এই অ্যাম্বাসাডর গাড়ির ইতিহাস?
বিদেশি গাড়ি, নতুন নতুন দেশীয় গাড়ির ভিড়ে বুড়ো অ্যাম্বাসাডর আজ হারিয়ে গিয়েছে। বেঁচে আছে শুধু কলকাতার হলুদ ট্য়াক্সিতে। এই অ্যাম্বাসাডরের দাম কত ছিল জানেন? অটল বিহারী বাজপেয়ীর অ্যাম্বাসেডর গাড়িটি এনকোর মডেল, যার এক্স-শোরুম দাম ছিল ৪ লক্ষ ৮০ হাজার টাকা। এবার জেনে নেব অ্যাম্বাসাডর গাড়ির খুঁটিনাটি।
তারপরেই অ্যাম্বাসাডর সাম্রাজ্যে ধুঁকতে থাকার গল্পষ। শেষমেশ ২০১৪ সালে এই গাড়িটির উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় অ্যাম্বাসাডর উৎপাদন। কিন্তু ভারতের কাছে আজও আবেগের নাম অ্যাম্বাসাডরই। বিদেশি-দেশি নতুন গাড়ির ভিডে সেই আবেগে আজও অটুট।