Elephant In Road: আড়াই ঘন্টা রাস্তা আটকে দাঁতাল!
বাঁকুড়ার সারেঙ্গা রেঞ্জের জামবনি এলাকায় প্রায় আড়াই ঘন্টা ধরে পথ আগলে দাঁড়িয়ে থাকল একটি দাঁতাল হাতি। আর তার জেরে সিমলাপালের বিক্রমপুর থেকে গড়বেতা যাওয়ার রাস্তায় যানবাহন চলাচল থমকে থাকল প্রায় আড়াই ঘন্টা ধরে।
বাঁকুড়ার সারেঙ্গা রেঞ্জের জামবনি এলাকায় প্রায় আড়াই ঘন্টা ধরে পথ আগলে দাঁড়িয়ে থাকল একটি দাঁতাল হাতি। আর তার জেরে সিমলাপালের বিক্রমপুর থেকে গড়বেতা যাওয়ার রাস্তায় যানবাহন চলাচল থমকে থাকল প্রায় আড়াই ঘন্টা ধরে। স্থানীয় সূত্রে জানা গেছে বাঁকুড়ার সারেঙ্গা রেঞ্জের জামবনির জঙ্গলে বেশ কিছুদিন ধরেই ঘাটি গেড়ে রয়েছে একটি দাঁতাল হাতি। গত দুদিন ধরে আচমকাই হাতিটি এসে পড়ছে জঙ্গলের ভেরর দিয়ে যাওয়া বিক্রমপুর থেকে গড়বেতা যাওয়ার রাস্তার উপর। স্থানীয়দের দাবী আজ সকালে হাতিটি প্রায় আড়াই ঘন্টারও বেশি সময় ধরে রাস্তায় ঘোরাফেরা করতে থাকে। এর জেরে ওই রাস্তা দিয়ে যাতায়াতকারী সমস্ত যানবাহন আটকে পড়ে। পরে বন দফতর ও স্থানীয়দের তাড়া খেয়ে হাতিটি গভীর জঙ্গলে ফিরে যাওয়ায় ফের ওই সড়কে যান চলাচল শুরু হয়। বন দফতরের তরফে জানানো হয়েছে হাতিটি এলাকায় থাকায় জামবনি এলাকায় হুলা পার্টি মোতায়েন করা হয়েছে। হাতিটির গতিবিধির উপর বিশেষ নজরদারি চালানো হচ্ছে।