Anubrata Mondal News: ভোট হিংসা মামলায় কেষ্টর রক্ষাকবচ তুলতে শীর্ষ ন্যায়ালয়ের দ্বারস্থ সিবিআই

Oct 09, 2022 | 6:46 PM

Anubrata Mondal: ইলামবাজারের ভোট-পরবর্তী হিংসা মামলায় কলকাতা হাইকোর্টের তরফে রক্ষাকবচ পেয়েছেন কেষ্ট, এবার সেই কবচ যাতে প্রত্যাহার করা হয়, তার দাবিতে শীর্ষ আদালতে সিবিআই।

কলকাতা: গরু পাচার কাণ্ডে গরাদে কেষ্ট। এবার আরও চাপে বীরভূমের বেতাজ বাদশা। ভোট পরবর্তী হিংসা মামলাতেও অনুব্রতর নাম জড়াল। ইলামবাজারের খুনের তদন্তে নামে সিবিআই। এই মামলায় ইতিপূর্বে কলকাতা হাইকোর্টে স্বস্তিও মেলে অনুব্রতর। কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না নেতার বিরুদ্ধে, নির্দেশ আসে হাইকোর্টের তরফে। আর এবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ সিবিআই গোয়েন্দারা।

ইলামবাজারের ভোট-পরবর্তী হিংসা মামলায় কলকাতা হাইকোর্টের তরফে রক্ষাকবচ পেয়েছেন কেষ্ট, এবার সেই কবচ যাতে প্রত্যাহার করা হয়, তার দাবিতে শীর্ষ আদালতে সিবিআই। সূত্রের খবর, সোমবার সকাল ১০টায় বিচারপতি হেমন্ত গুপ্তা ও সুধাংশু ধূলিয়ানের বেঞ্চে শুনানি রয়েছে এই মামলার। এই মামলায় বেশ কিছু নতুন তথ্যপ্রমাণ পেয়েছে সিবিআই, জানা যাচ্ছে এমনটাই। গরু পাচারের পর এবার ভোট-হিংসা মামলাতেও সিবিআইয়ের হেফাজতে যাবেন অনুব্রত? রাজনৈতিক মহলে তুঙ্গে তর্জা।

Published on: Oct 09, 2022 06:46 PM
Laxmi Puja 2022: লক্ষ্মীপুজোয় রাস্তায় বসেই দিন কাটছে চাকরিপ্রার্থী ‘লক্ষ্মী’দের
Weather Report Today: সিকিমে ঘুরতে যাবেন? এখনই বাতিল করুন ট্যুর
Laxmi Puja 2022: লক্ষ্মীপুজোয় রাস্তায় বসেই দিন কাটছে চাকরিপ্রার্থী ‘লক্ষ্মী’দের
Weather Report Today: সিকিমে ঘুরতে যাবেন? এখনই বাতিল করুন ট্যুর