Laxmi Puja 2022: লক্ষ্মীপুজোয় রাস্তায় বসেই দিন কাটছে চাকরিপ্রার্থী ‘লক্ষ্মী’দের
SSC Scam: লক্ষ্মীপুজোর দিন রাস্তায় বসে লক্ষ্মীরা। 'প্রতীকী লক্ষ্মীপুজো' করে ধর্মতলায় ধর্নামঞ্চে হচ্ছে প্রতিবাদ। ধর্নামঞ্চের 'লক্ষ্মী' সন্তানকে ছেড়ে এসে বসেছেন অবস্থান বিক্ষোভে।
কলকাতা: আজ লক্ষ্মীপুজো, ঘরে ঘরে ধনদেবীর আরাধনার প্রস্তুতি। কিন্তু অন্যদিকে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্ট কড়া ভূমিকা নিলেও কলকাতার রাজপথে বসেই দিন কাটছে অনেক লক্ষ্মীর। আর কয়েকদিন পরই ৬০০ দিনে পড়বে তাঁদের অবস্থান বিক্ষোভ। হাইকোর্টের নির্দেশে বেশ কয়েকজন ইতিমধ্যে চাকরি পেলেও, না পাওয়ার দলে রয়েছেন নবম-দশম, গ্রুপ-সি, গ্রুপ-ডির অনেকেই। তাঁদের ঘরে লক্ষ্মীর দেখা মিলবে কবে, নিশ্চয়তা নেই।
ধর্মতলায় ধর্নামঞ্চে হচ্ছে প্রতীকী প্রতিবাদ। একজন চাকরিপ্রার্থী ধর্নামঞ্চে বসেছেন লক্ষ্মী সেজে। সঙ্গে আরও এক চাকরিপ্রার্থী সেজেছেন পুরোহিত। লক্ষ্মীর পাশে যিনি বসে রয়েছে তাঁর হাতে লেখা, “এসো মা লক্ষ্মী বসো আমাদের ধর্নামঞ্চে”। ধর্নামঞ্চের লক্ষ্মীর বাড়িতে রয়েছে তাঁর সন্তান। তাঁকে ছেড়ে এসে তিনি বসেছেন অবস্থান বিক্ষোভে। “আমরা আর কতদিন রাস্তায় পড়ে থাকব। পাশেই কালকে কার্নিভালের জন্য এত আনন্দ, কিন্তু আমাদের ধর্নামঞ্চটাকে সাদা কাপড়ে ঢেকে দেওয়া হয়েছে”, বলছেন তিনি। কাপড়ে মুড়ে দিলেই কি সব কিছু ঢাকা পড়ে যাবে, প্রশ্ন তাঁর। তিনি আরও বলেন, “এত দুর্নীতি, যে দুর্নীতির ভারে আমরা চাপা পড়ে গেছি। আমাদের সকলের নিয়োগ না হলে আমরা ধর্নামঞ্চ থেকে উঠছি না”।
গান্ধী মূর্তি ও মাতঙ্গিনী হাজরার মূর্তির নীচে বসে রয়েছেন চাকরিপ্রার্থীরা। আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা লক্ষ্মী পুজো করছেন। গ্রুপ সি ও ডি চাকরিপ্রার্থীরা কবিগানের মাধ্যমে তাঁদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করছেন। মোদ্দা কথা হল, প্রত্যেকেই চাইছেন দ্রুত নিয়োগ। তার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে যত ভাবে সম্ভব তাঁরা চেষ্টা করছেন।