Vande Bharat Express: বন্দে ভারত এক্সপ্রেসের মালিক কিন্তু ভারতীয় রেল নয়
Indian Railways, Vande Bharat Express: ভারতীয় রেল দীর্ঘ সময়ের জন্য বন্দে ভারত এক্সপ্রেসকে লিজে নিয়ে চালায়। কিন্তু তারা মালিক নয়। বন্দে ভারত এক্সপ্রেসের আসল মালিক হল ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন বা আইআরএফসি (IRFC)।
বন্দে ভারতের মালিক কিন্তু ভারতীয় রেল নয়। বরং, ভারতীয় রেল দীর্ঘ সময়ের জন্য বন্দে ভারত এক্সপ্রেসকে লিজে নিয়ে চালায়। কিন্তু তারা মালিক নয়। বন্দে ভারত এক্সপ্রেসের আসল মালিক হল আইআরএফসি বা ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন। তাহলে কীভাবে ভারতীয় রেলওয়ে এই ট্রেন পরিচালনা করে? তথ্য বলছে, ভারতীয় রেল প্রায় ৩০ বছরের লিজের চুক্তি করে এক-একটি বন্দে ভারত এক্সপ্রেসের জন্য। এই চুক্তির অধীনে বন্দে ভারত এক্সপ্রেস পরিচালনা ও রক্ষণাবেক্ষণও করে ভারতীয় রেল। এই লিজের চুক্তির অধীনে ভারতীয় রেলওয়ে ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশনকে নির্দিষ্ট ভাড়া দিয়ে থাকে।
Published on: Jan 17, 2026 08:14 PM

