Arjun Singh: ‘রাশিয়ান বিষ’ দিয়ে প্রাণহানির আশঙ্কা, সরকারের দিকে একের পর এক নিশানা অর্জুন সিংয়ের

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Nov 15, 2024 | 4:00 PM

অর্জুন সিংয়ের আশঙ্কা, বাইরে থেকে আনা রাশিয়ান বিষ বা অন্য কিছু কেমিক্যাল মিশিয়ে দেওয়া থাকতে পারে পানীয়তে, যার ফলে ধীরে ধীরে মৃত্যু হতে পারে বিজেপি সাংসদের। শুধু নিজেকে নিয়েই না, অর্জুন সিংয়ের এই আশঙ্কা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ক্ষেত্রেও

কলকাতা: সিআইডি দফতরে ডাক পড়েছিল অর্জুন সিংয়ের। ৪ বছরের পুরনো একটি টেন্ডার দুর্নীতি মামলাতেই ছিল এই তলব। সেই মামলায় হাজিরা দিতে গিয়েই বিস্ফোরক অর্জুন সিং। একাধিক বিষয়ে সরকারকে কটাক্ষ করতে গিয়ে হাতে থাকা একটি জলের বোতলের দিকে দৃষ্টি আকর্ষণ করেন তিনি। জানিয়ে দিলেন, হাজিরা দিলেও সিআইডি দফতরে কিচ্ছুটি মুখে দিতে নারাজ, নিদেনপক্ষে চা-কফি এমনকি পানীয় জলটুকুও না। অর্জুন সিংয়ের আশঙ্কা, বাইরে থেকে আনা রাশিয়ান বিষ বা অন্য কিছু কেমিক্যাল মিশিয়ে দেওয়া থাকতে পারে পানীয়তে, যার ফলে ধীরে ধীরে মৃত্যু হতে পারে বিজেপি সাংসদের। শুধু নিজেকে নিয়েই না, অর্জুন সিংয়ের এই আশঙ্কা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ক্ষেত্রেও।
কিন্তু এহেন আশঙ্কার কারণ? অর্জুন সিংয়ের জবাব, ‘পলিটিক্যালি ভিকটিমাইজ করা হচ্ছে। বিজেপিতে আসার পরেই মামলা হল। তৃণমূলে তো আমি গুডবয় ছিলাম। স্বয়ং মমতাদিই বলেছেন। আর আজ বিজেপি করায় দুর্নীতিবা।’ পাশাপাশি, অর্জুন সিং এও জানিয়ে দেন, তিনি ভাল না খারাপ মানুষ তার বিচার মানুষই করবে।