Baduria: প্রতিবেশী ‘বাবা’র পরিচয়ে বাদুড়িয়ার বাংলাদেশির ভারতীয় নথি জোগাড়!

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 03, 2025 | 5:25 PM

Baduria SIR: আনুমানিক ১০ বছর আগে পাসপোর্টে ভারতে আসে। এবং বাদুড়িয়ার শায়েস্তানগর ১নং পঞ্চায়েতের মাগুরালি গ্রামে এসে বসবাস করতে থাকে । সেখানেই প্রতিবেশী খোদাবক্স মোল্লা কে বাবা সাজিয়ে ভোটার লিস্ট আধার কার্ড-সহ ভারতীয় সকল রকম নথি বের করেছেন তিনি।

উত্তর ২৪ পরগনা: ভারতীয় বাবার বাংলাদেশি ছেলে,SIR এর ফর্ম জমা হতেই ঘটনা জানা জানি,জানতে পেরে প্রশাসনের দ্বারস্থ ভারতীয় বাবার আসল ছেলে। তাঁর ভারতীয় নাম- মহিদুল ইসলাম মোল্লা। বাংলাদেশে তাঁর  নাম মহিদুল মণ্ডল। মহিদুল ইসলাম মোল্লা ভারতীয় খোদাবক্স মোল্লাকে অবৈধভাবে বাবা বানিয়ে ভারতীয় ভোটার কার্ড আধার কার্ড সরকারি সুবিধা সবই ভোগ করে , এমনকি এবার তিনি SIR ফর্ম ফিলাপ করেছেন বলে অভিযোগ। মহিদুল মণ্ডলের বাংলাদেশের সাতক্ষীরায় বাড়ি । আনুমানিক ১০ বছর আগে পাসপোর্টে ভারতে আসে। এবং বাদুড়িয়ার শায়েস্তানগর ১নং পঞ্চায়েতের মাগুরালি গ্রামে এসে বসবাস করতে থাকে । সেখানেই প্রতিবেশী খোদাবক্স মোল্লা কে বাবা সাজিয়ে ভোটার লিস্ট আধার কার্ড-সহ ভারতীয় সকল রকম নথি বের করেছেন তিনি।