Seikh Sahajahan: ভোলা ঘোষের বড় ছেলে যা বললেন দেখুন…

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 10, 2025 | 6:37 PM

তিনি পরিষ্কার বলেছেন, জেল থেকেই শাহজাহান যোগাযোগ রেখেছেন ন্যাজাট পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রায় ও মসলিম শেখের সঙ্গে। তাঁরাই মিলে এই ঘটনা ঘটিয়েছে। এরা এখন সন্দেশখালিতে র‌্যাকেট চালাচ্ছে বলে অভিযোগ তাঁর। যদিও, সম্পূর্ণটাই মিথ্যে বলে দাবি করেছেন মোসলেম শেখ। এখানেই শেষ নয়, ভোলার বড় ছেলে এও জানিয়েছেন ঘাতক লরির ড্রাইভার কে ছিলেন।

শেখ শাহজাহানের বিরুদ্ধে বসিরহাট আদালতে সাক্ষ্য দিতে যাওয়ার পথেই দুর্ঘটনার কবলে সাক্ষী ভোলানাথ ঘোষ। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তাঁর ছোট ছেলের সত্যজিৎ ঘোষের। এই ঘটনার পরই রাতারাতি খুনের অভিযোগ তুলেছেন ভোলার বড় ছেলে বিশ্বজিৎ ঘোষ। তিনি পরিষ্কার বলেছেন, জেল থেকেই শাহজাহান যোগাযোগ রেখেছেন ন্যাজাট পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রায় ও মসলিম শেখের সঙ্গে। তাঁরাই মিলে এই ঘটনা ঘটিয়েছে। এরা এখন সন্দেশখালিতে র‌্যাকেট চালাচ্ছে বলে অভিযোগ তাঁর। যদিও, সম্পূর্ণটাই মিথ্যে বলে দাবি করেছেন মোসলেম শেখ। এখানেই শেষ নয়, ভোলার বড় ছেলে এও জানিয়েছেন ঘাতক লরির ড্রাইভার কে ছিলেন।

Published on: Dec 10, 2025 06:37 PM