Jhargram Ration Scam: রেশনের বস্তা থেকে ফেলা হচ্ছে

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Nov 02, 2023 | 9:35 PM

রেশন দুর্নীতি নিয়ে যখন উত্তাল রাজ্য রাজনীতি, তখনই গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের তপসিয়াতে ফাঁকা মাঠে বস্তা বস্তা রেশনের স্ট্যাম্প দেওয়া বস্থা তে দেখা যাচ্ছে নষ্ট হয়ে যাওয়া ছোলা।

রাতারাতি কে বা কারা ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের তপসিয়াতে রেশন ডিলারের ফাঁকা জমিনের মাঠে দেখা গেল বস্তা বস্তা নষ্ট হয়ে যাওয়া রেশনের ছোলা। এনিয়ে গ্রামবাসীদের বক্তব্য রেশনে যখন ছোলা দেওয়া হয়েছিল তখন গ্রামবাসীরা রেশনের ছোলা সেইভাবে পাননি। এখন রেশন দুর্নীতি নিয়ে যখন রাজ্য রাজনীতি তোলপাড় তখন ভয়ে হয়তো ওই ডিলার ওই ছোলা বস্তাগুলোকে নষ্ট করার চেষ্টা করেন।

যদিও এ বিষয়ে রেশন ডিলারের বাবা অশোক কুমার মহন্তকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন ফাকা জমিতে কে বা কারা এসে ছোলা ফেলে দিয়ে গেছে সেটা আমি তো বলতে পারব না । এখন রেশনে ছোলা দেওয়া হয় না। তো নষ্ট হয়ে যাওয়া ছোলা বস্তা গুলো কোথা থেকে এল কে বা কারা ফেললো তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

স্থানীয় বিজেপি নেতা মনিচাদ পানির অভিযোগ এখন রেশন দুর্নীতি নিয়ে যেভাবে ইডি অভিযান চালাচ্ছে তাই রেশন ডিলাররা প্রমাণ লোপাটের জন্য এগুলো ফেলে দিয়েছে মানুষকে না দিয়ে। তৃণমূলের অভিযোগ এইরকম বিষয় আমার জানা নেই বিষয়টা প্রশাসন দেখছে এবং যদি কেউ করে থাকে তাহলে প্রশাসন বিষয়টি দেখবে।