Bakibur Rahman News: বাকিবুরের নতুন সম্পত্তির হদিশ?
Ration Scam: বসিরহাটের বাদুড়িয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের জেলে পাড়ার পর এবার বাদুড়িয়া ব্লকের যদুরহাটি দক্ষিণ গ্রাম পঞ্চায়েতের আগাপুরে বাকিবুর রহমানের ফের জমির হদিস মিললো। সেখানে চার বিঘা জমির উপর ঝাঁ চকচকে বিশালাকার চালের গোডাউন।
বাকিবুরের বিশাল গোডাউন বাদুড়িয়ায়? বাদুড়িয়ায় ৪ বিঘা জমির উপর এই গোডাউন বর্তমান বাজার মূল্য প্রায় ১০ কোটি টাকা। বসিরহাটের বাদুড়িয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের জেলে পাড়ার পর এবার বাদুড়িয়া ব্লকের যদুরহাটি দক্ষিণ গ্রাম পঞ্চায়েতের আগাপুরে বাকিবুর রহমানের ফের জমির হদিস মিললো। সেখানে চার বিঘা জমির উপর ঝাঁ চকচকে বিশালাকার চালের গোডাউন।
গত ছ’মাস আগে নীল সাদা রং করা হয়। পুরোপুরি গোডাউনে কাজ শুরু না হলেও বেড়াচাঁপা-বাদুড়িয়া রোডের পাশেই ঝাঁ চকচকে বিল্ডিং রীতিমতো নজর কাড়ছে সকলের। যদিও এই বিষয়ে এলাকাবাসীরা মুখ খুলতে নারাজ। সেখানে দু’জন কেয়ারটেকারও আছেন। তারা জানিয়েছেন, সম্পত্তিটি বাকিপুরের নয় বাকিপুরের আত্মীয় মুকুল মন্ডলের।
তা হলে কেয়ারটেকারের বক্তব্য অনুযায়ী বাকিবুরের আত্মীয় মুকুল মন্ডল তার সঙ্গে ব্যবসায়ী যোগসূত্র রয়েছে। এলাকাবাসীরা ক্যামেরার সামনে মুখ না খুললেও তারা জানিয়েছেন এই সম্পত্তির মালিক বাকিবুর রহমান। যে এখন ১১ই নভেম্বর পর্যন্ত ইডি হেফাজতে রয়েছে। তাহলে কি এই সম্পত্তি বেনামে বাকিপুর কিনেছিল? স্থানীয় বাসিন্দারা ভয়তে কেউ মুখ খুলছে না। কেয়ারটেকার জানিয়েছে ২০১২-১৩ সালে এখানে জমি কেনা হয়েছিল। তারপর এই জমির উপর বিল্ডিং তৈরি হয়েছে।