Bankura BJP To TMC: ফের দলবদল, ফের পঞ্চায়েত!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Aug 07, 2023 | 6:32 PM

বাঁকুড়া এক নম্বর ব্লকের জগদল্লা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৪ টি আসনের মধ্যে ৭ টি পেয়েছিল তৃনমূল। ৬ টি আসনে বিজেপি ও ১ টি আসনে নির্দল জয়ী হওয়ায় ওই গ্রাম পঞ্চায়েত ত্রিশঙ্কু হয়ে পড়ে।তৃনমূলের দাবী রাজ্যের উন্নয়নে সামিল হতেই বিজেপি ছেড়ে তৃনমূলে যোগ দিয়েছেন ওই পঞ্চায়েত সদস্য। দলবদল করা পঞ্চায়েত সদস্য অবশ্য দলবদলের কারণ হিসাবে বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে উগরে দিয়েছেন একরাশ ক্ষোভ।

বাঁকুড়া এক নম্বর ব্লকের জগদল্লা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৪ টি আসনের মধ্যে ৭ টি পেয়েছিল তৃনমূল। ৬ টি আসনে বিজেপি ও ১ টি আসনে নির্দল জয়ী হওয়ায় ওই গ্রাম পঞ্চায়েত ত্রিশঙ্কু হয়ে পড়ে। তবে বাঁকুড়া জেলার আরো বেশ কয়েকটি ত্রিশঙ্কু গ্রাম পঞ্চায়েতের মতো জগদল্লা এক নম্বর গ্রাম পঞ্চায়েত দখলেও মরিয়া হয়ে ওঠে তৃনমূল। শেষ পর্যন্ত আজ ওই গ্রাম পঞ্চায়েতের বিজেপি জয়ী প্রার্থী পলাশ সাহা কে নিজেদের দলে টেনে ওই গ্রাম পঞ্চায়েত সংখ্যাগরিষ্ঠ হয় তৃনমূল। আজ বাঁকুড়ার তৃনমূল ভবনে দল বদল করা পলাশ সাহার হাতে তৃনমূলের দলীয় পতাকা তুলে দেন তৃনমূলের বাঁকুড়া জেলা নেতৃত্ব। তৃনমূলের দাবী রাজ্যের উন্নয়নে সামিল হতেই বিজেপি ছেড়ে তৃনমূলে যোগ দিয়েছেন ওই পঞ্চায়েত সদস্য। দলবদল করা পঞ্চায়েত সদস্য অবশ্য দলবদলের কারণ হিসাবে বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে উগরে দিয়েছেন একরাশ ক্ষোভ।