Shamik Bhattacharya: সুশান্ত ঘোষের উপর হামলা, শাসকদলের গোষ্ঠীকোন্দলকেই দায়ী করলেন শমীক
প্রসঙ্গ উঠল কলকাতা পৌরসভার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলার। প্রশ্ন শুনেই বিজেপি নেতা সোজাসুজি জানিয়ে দেন, এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। ঘটনাটির জন্য় তিনি সম্পূর্ণরূপে দায়ী করেছেন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে
সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হোন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। সেখানেই প্রসঙ্গ উঠল কলকাতা পৌরসভার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলার। প্রশ্ন শুনেই বিজেপি নেতা সোজাসুজি জানিয়ে দেন, এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। ঘটনাটির জন্য় তিনি সম্পূর্ণরূপে দায়ী করেছেন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে।
কটাক্ষ করে শমীক ভট্টাচার্য আরও বলেন, প্রত্য়েক তৃণমূল কাউন্সিলর বিপুল সাম্রাজ্য়ের অধিকারী, আর তাই এই সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়েই ঘটেছে কসবার এই গুলিকাণ্ড। শমীকের নিশানায় মেয়র ফিরহাদ হাকিমও। কসবা-কাণ্ডে কলকাতার মেয়র যেভাবে পুলিশের সমালোচনা করেছেন তার পাল্টা শমীকের প্রশ্ন, ‘পুলিশ মন্ত্রী তো মুখ্য়মন্ত্রী, তাহলে তিনি কার সম্পর্কে প্রশ্ন করছেন?’ পাশাপাশি, সিভিক পুলিশ, চাকরি বিক্রি-সহ বিভিন্ন দুর্নীতি নিয়েও সাংবাদিক সম্মেলনে ক্ষোভ প্রকাশ করেন বিজেপি নেতা।