Panchayat Election 2023: ‘৫০০ নাকি ৩০০০-য়ে খুশি?’
হাতে বেশ কয়েকটি ভাঙা মাটির ভাঁড় ও বেশ কয়েকটি সম্পূর্ণ মাটির ভাঁড় নিয়ে, পৌঁছে যাচ্ছেন ভোটারদের কাছে। এবং এলাকাবাসীকে ভালো ভাঁড় দেখিয়ে বোঝানো হচ্ছে এটি মাতৃ ভান্ডার, আর ভাঙা ভাঁড় দেখিয়ে বলা হচ্ছে এটি হচ্ছে লক্ষীর ভান্ডার। রাজ্য দিচ্ছে ৫০০, আমরা দেবো ৩০০০ তাই এবার আপনাদের বুঝতে হবে আপনি কিসে খুশি।
পয়সা জমানো মাটির বোকা ভাঁড় নিয়ে অভিনব কায়দায় পশ্চিম মেদিনীপুর জেলায় ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। হাতে বেশ কয়েকটি ভাঙা মাটির ভাঁড় ও বেশ কয়েকটি সম্পূর্ণ মাটির ভাঁড় নিয়ে, পৌঁছে যাচ্ছেন ভোটারদের কাছে। এবং এলাকাবাসীকে ভালো ভাঁড় দেখিয়ে বোঝানো হচ্ছে এটি মাতৃ ভান্ডার, আর ভাঙা ভাঁড় দেখিয়ে বলা হচ্ছে এটি হচ্ছে লক্ষীর ভান্ডার। রাজ্য দিচ্ছে ৫০০, আমরা দেবো ৩০০০ তাই এবার আপনাদের বুঝতে হবে আপনি কিসে খুশি। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের বালিডাঙ্গা এলাকায়, পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রার্থীদের নিয়ে,বুধবার সকাল থেকে এইভাবেই প্রচার শুরু করেছেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট।